সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


সাকিবকে ছাড়াই ভারতে টিম বাংলাদেশ


প্রকাশিত:
১ নভেম্বর ২০১৯ ০১:৩২

আপডেট:
১০ মে ২০২৪ ১২:০৪

সাকিবকে ছাড়াই ভারতে টিম বাংলাদেশ

প্রভাত ফেরী ডেস্ক: গত এক সপ্তাহ ধরেই উত্তাল ক্রিকেটাঙ্গন। নানামুখী ইস্যুতে আসল কাজটাই ঠিকমতো করতে পারেনি টিম বাংলাদেশ। দেশ ছাড়ার আগের দিন দলের অধিনায়ক সাকিব আল হাসানকে সফরের বিভিন্ন দিক তুলে ধরার কথা। সেটা না করে উল্টো জুয়াড়ির সঙ্গে কথোপকথনের বিষয়টি লুকিয়ে সাকিবকে নিষিদ্ধ হতে হয়েছে। তাইতো দেশ ছাড়ার আগের দিন রাতে মাহমুদউল্লাহর নেতৃত্বে নতুন করে দল ঘোষণা করতে হয়েছে বিসিবিকে।



কত উৎসাহ-উদ্দীপনা নিয়ে বিমানে ওঠার কথা ছিল! প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফর বলে কথা। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। বিষাদের এক কালো ছায়া আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরেছিল মাহমুদুল্লাহ-মুশফিকদের। এভাবে যে সাকিব আল হাসানকে রেখে বিমানে চড়তে হবে, সেটা তো তাদের কল্পনাতেও ছিল না। দেশের ক্রিকেটের ওপর এত বড় ধাক্কার রেশটাই যে এখনও কাটেনি।



তাই বলে জীবন তো থেমে থাকে না। ব্যথা বুকে নিয়েই বুধবার বিকেল ৩টায় দিল্লির পথে উড়াল দেয় বাংলাদেশ দল। তবে ব্যথা-যন্ত্রণার ভেতর একটা পণও ছিল। সাকিবের জন্যই ভারতের বিপক্ষে ভালো কিছু করতে চান ক্রিকেটাররা। স্থানীয় সময় বিকেল ৫টায় দিল্লি পৌঁছে বাংলাদেশ দল।



আমরা সবাই ব্যথিত ওর জন্য: মাহমুদউল্লাহ



সাকিব আল হাসানের জায়গায় হুট করেই নেতৃত্ব পেয়েছেন তিনি। অপ্রত্যাশিত নিষেধাজ্ঞার কারণে সাকিব মিস করছেন ভারত সফর। আজ দেশ ত্যাগ করার আগে জাতীয় দলের ক্রিকেটাররাও মিস করছিলেন সাকিবকে। শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার পর আরও বেশি মিস করবেন। কিন্তু এই বাস্তবতা মেনেই দেশ ছেড়েছে টিম টাইগার। সবারই মন খারাপ। দেশ ছাড়ার প্রাক্কালে সফরের চেয়ে বারবার ঘুরেফিরে এল সাকিব প্রসঙ্গে।



সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, 'আমি মনে করি সাকিব বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় একটা অংশ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হয়, সবাই ব্যথিত ওর জন্য। কারণ আমরা সবাই জানি, আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হয়তো সে ভুল করেছে, কিন্তু কোনো অপরাধ করেনি। আমাদের সবার সমর্থন সাকিবের সঙ্গে আছে। আগে যেভাবে সাকিবকে ভালোবাসতাম, এখনও সেভাবে ভালোবাসব।'



নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সফরের আনুষ্ঠানিকতা। নভেম্বর রাজকোটে এবং ১০ নভেম্বরে নাগপুরে হবে দ্বিতীয় শেষ টি-টোয়েন্টি। ২০ ওভারের লড়াই শেষে ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। কলকাতায় দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর থেকে।



টি-টোয়েন্টি স্কোয়াড:



মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top