সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


মানসিক অসুস্থতায় ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন অষ্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল


প্রকাশিত:
১ নভেম্বর ২০১৯ ০১:৪৭

আপডেট:
১০ মে ২০২৪ ০৮:১৬

মানসিক অসুস্থতায় ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন অষ্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল

প্রভাত ফেরী ডেস্ক: গত রোববারেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে চার ছক্কার মারে মাত্র ২৮ বলে ৬২ রান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। খেলেছিলেন নিজের পছন্দের সব শট। তখনও বোঝা যায়নি মানসিকভাবে ঠিক কতোটা বিপর্যস্ত অবস্থায় রয়েছেন তিনি। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতেও দলে ছিলেন তিনি। তবে শ্রীলংকার ১১৮ রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের ফিফটিতে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে অজিরা। ব্যাট করতে হয়নি মেক্সিকে।



তবে পরদিন একটি সাক্ষাৎকারে নিজের মানসিক অবস্থার ব্যাপারে খানিক ধারণা দিয়েছিলেন মারকুটে অলরাউন্ডার। আর এবার নিজের মানসিক অবসাদের কথা উল্লেখ করে সবধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়ে নিলেন ম্যাক্সওয়েল। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজই খেলা হবে না তার।



অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ফিজিওথেরাপিস্ট . মাইকেল লয়েড তার মানসিক অবসাদের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বলেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল তার মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। সেজন্য তিনি কিছু সময় ক্রিকেটের বাইরে থাকতে চান। ম্যাক্সওয়েল তার সমস্যা কাটিয়ে উঠতে চেষ্টা করেছেন। দলের সাপোর্ট স্টাফদের সহায়তা নিয়েছেন।



ক্রিকেট অস্ট্রেলিয়ার পূর্ণ সমর্থনে এই ছুটি নিচ্ছেন ম্যাক্সওয়েল। এক বিবৃতিতে সিএ জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড় স্টাফদের ভালো থাকার বিষয়টা আমরা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি। গ্লেনের ভালো থাকা নিশ্চিত করতে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সেরা চেষ্টা করবে। গ্লেন এবং তার পরিবার বন্ধুদের সময় দেওয়ার অনুরোধ করছি প্রত্যেককে। এই মুহূর্তে তাদের একান্ত সময় কাটানোর সুযোগ দিতে হবে। সে আমাদের একজন বিশেষ খেলোয়াড় এবং খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আশা করি এই মৌসুমে সে ফিরবে, খুশি হয়ে উৎফুল্ল মনে।



জাতীয় দলের নির্বাহী পরিচালক বেন অলিভার বিষয়ে ম্যাক্সওয়েলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘আমাদের খেলোয়াড় সাপোর্ট স্টাফদের সুস্থ্যতা সবার আগে। ম্যাক্সওয়েলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। ভিক্টোরিয়ার সঙ্গে মিলে ম্যাক্সওয়েলের ব্যাপারে একত্রে কাজ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে করে দ্রুতই খেলায় ফিরতে পারে ম্যাক্সওয়েল।



তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে বলে দিয়েছি, অনুরোধ করেছি তারা যেনো ম্যাক্সওয়েল এবং তার পরিবার-পরিজনকে নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ করে দেয়। বর্তমান পরিস্থিতিতে তার নিজের মতো করে থাকা খুব জরুরি। সে খুবই দারুণ একজন খেলোয়াড় এবং অস্ট্রেলিয়া ক্রিকেট পরিবারের অন্যতম সদস্য। গ্রীষ্মেই আমরা তাকে মাঠে দেখা আশা প্রকাশ করছি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top