সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


সাকিবের ব্যাপারে বিসিবির করণীয় কিছুই নেই : পাপন


প্রকাশিত:
৭ নভেম্বর ২০১৯ ১৯:৫৯

আপডেট:
১৯ মে ২০২৪ ০১:১৮

সাকিবের ব্যাপারে বিসিবির করণীয় কিছুই নেই : পাপন

প্রভাত ফেরী ডেস্ক: সাকিবের নিষেধাজ্ঞা ইস্যুতে সংবাদ বিজ্ঞপ্তি মারফত আইসিসি যে সিদ্ধান্ত শুনিয়েছে তার ৩২ নম্বর পয়েন্টে সুস্পষ্ট উল্লেখ আছে, ‘কোড অব কন্ডাক্টের ৭.২ অনুচ্ছেদ অনুযায়ী সাকিব আল হাসান কিংবা খোদ আইসিসি কারোরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার কোন সুযোগ নেই।’ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শোনানো এমন সিদ্ধোন্তের ওপর সবিশেষ গুরুত্বারোপ করে সাকিবের নিষেধাজ্ঞা কমাতে আগ বাড়িয়ে এক পাও এগুতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।তবে সাকিব আল হাসান নিজে উদ্যোগ নিলে বিসিবি তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নাজমুল হাসান পাপন।



আগেই সংবাদ প্রকাশ হয়েছিল, সাকিবের শাস্তি কমানোর বিষয়ে আইনি পরামর্শ নেবে বিসিবি। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, সাকিবের ইস্যুতে বোর্ডের করণীয় খুব সীমিত হলেও, যথাসম্ভব চেষ্টা করবেন তারা। যদি কোনো সুযোগ থেকে থাকে, অবশ্যই সেটি কাজে লাগানোর চেষ্টা করবে বোর্ড। সেই আইনি পরামর্শ নেয়ার পরই বোর্ড জানতে পারলো, এ বিষয়ে তাদের কিছুই করার নেই। সেটাই আজ জানান বিসিবি সভাপতি।



কেননা এতে ঝুঁকি আছে। হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা এখানে অত্যন্ত প্রবল। দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ভাল চেয়ে একটি পদক্ষেপ নিল কিন্তু শেষমেষ তা সাকিবের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াল। যেহেতু আইসিসিরি ওই সিদ্ধান্তের একেবারেই শুরুতেই বলা আছে, প্রথম এক বছরের নিষেধাজ্ঞা কাটানোর সময়ে নতুন করে কোনো আইন না ভাঙলে পরবর্তী এক বছরের শাস্তি থেকে তিনি রেহাই পাবেন। আর ভাঙলে পরের বছরও নিষেধাজ্ঞায় কাটাতে হবে।



বিষয়টি এখনও ধোঁয়াটে। কারো কারো ধারণা, কেউ কেউ এমনও বিশ্বাস করেন যে, বিসিবির বিপক্ষে আন্দোলন-সংগ্রাম আর ধর্মঘটের ডাক দিয়ে বিপাকে পড়েছেন সাকিব। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবকে উচিত শিক্ষা দিতেই আইসিসিকে বলে কয়ে তাকে এত বড় শাস্তি (এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ) দিতে সব আয়োজন করেছেন।



এ চিন্তাটা যে সম্পূর্ণ অমূলক, ওসব কথাবার্তার যে কোনোই ভিত্তিই নেই- তা কে কাকে বোঝাবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত এ নিয়ে বিস্তর লেখালেখি হচ্ছে। এমনকি সাকিব নিজে শাস্তি মেনে নিয়ে সঙ্গে সঙ্গে বক্তব্য দেয়া কিংবা দু’ তিনদিন পর স্ট্যাটাস দিয়ে পুরো বিষয়টা পরিষ্কার করার পরও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ওপর সাকিব ভক্তদের ক্ষোভ কমেনি।



এমনকি দেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার টিম বাংলাদেশের প্রধান প্রাণ ভোমরা ও চালিকাশক্তি সাকিব আল হাসানের শাস্তি কমাতে বিসিবির করণীয় নিয়েও সংশয় আছে কারো কারো মধ্যে। ভাবটা এমন যে, বিসিবি চাইলেই বুঝি সাকিবের শাস্তির মেয়াদ কমে যাবে!



এদিকে বিসিবি সাকিবের ব্যাপারে আদৌ কিছু করণীয় আছে কি না? সে সম্পর্কে আজ মুখ খুলেছেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘সাকিবের বিষয়ে আসলে বিসিবির আর কিছু করার নেই। বিসিবি চাইলে আর উদ্যোগী হলেও শাস্তি কমানো সম্ভব নয়। বরং হিতে বিপরীত হতে পারে।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top