সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


জিততে বাংলাদেশের প্রয়োজন রান ১৭৫ রান


প্রকাশিত:
১১ নভেম্বর ২০১৯ ০৪:১৭

আপডেট:
২০ মে ২০২৪ ২০:৫১

জিততে বাংলাদেশের প্রয়োজন রান ১৭৫ রান

প্রভাত ফেরী ডেস্ক: নাগপুরের অঘোষিত এক ফাইনালে মুখোমুখি বাংলাদেশ এবং স্বাগতিক ভারত। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে যারা জিতবে শিরোপা নিজেদের করে নিবে তারাই। টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ১৭৪ রান।  টাইগারদের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন সৌম্য সরকার এবং শফিউল ইসলাম। আর এতেই টাইগারদের সামনে ১৭৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত।



লোকেশ ও আইয়ারের ফিফটিতে ভারতের দাপটদুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার ঝড়ো ফিফটিতে তাদের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে ভারত।



ভারত প্রথম ওভারে ভারত তুলতে পারে মাত্র ৩ রান। দ্বিতীয় ওভারে বল হাতে সেই চাপটা আরও বাড়িয়ে তুলেন শফিউল ইসলাম। প্রথম টি-টোয়েন্টির মতোই দুর্দান্ত এক ডেলিভারিতে রোহিত শর্মাকে পরাস্ত করেন ডানহাতি এই পেসার। তার ওভারের তৃতীয় ডেলিভারিটি রোহিতের ব্যাটে লেগে উপড়ে যায় লেগ স্ট্যাম্প। ফলে ৬ বলে মাত্র ২ রান করে সাজঘরের পথ ধরেন ভারতীয় অধিনায়ক।



দ্বিতীয় উইকেটে সেই ধাক্কা কিছুটা সামলে ওঠেছিলেন ধাওয়ান আর লোকেশ রাহুল। তাদের ৩২ রানের জুটিটিও ভাঙেন শফিউল। ইনিংসের ষষ্ঠ ওভারে তাকে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে মাহমুদউল্লাহর ক্যাচ হন ধাওয়ান। ১৬ বলে ৪ বাউন্ডারিতে করেন ১৯ রান।



ওই ওভারেই আরও একটি উইকেট পেতে পারতেন শফিউল। স্কয়ারে সহজ এক ক্যাচ তুলে দিয়েছিলেন শূন্য রানে থাকা আয়ার, কিন্তু আমিনুল ইসলাম বিপ্লব হাতে নিয়েও সেই ক্যাচটি ধরে রাখতে পারেননি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top