সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


মুজিববর্ষ উপলক্ষে ঢাকায় আসছেন ম্যারাডোনা


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২০ ১০:৩৫

আপডেট:
২ জানুয়ারী ২০২০ ০৬:৪০

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আর্জেন্টাইন কিংবদন্তি কবে নাগাদ এখানে আসবেন তা স্পষ্ট করে বলেননি তিনি।

ম্যারাডোনার আসার খবরটি আগেই জানিয়েছিল বাফুফে। তবে প্রয়োজন ছিল আনুষ্ঠানিক ঘোষণার। বাফুফের দেওয়া ঘোষণা অনুসারে আগামী বছরের কোনও একসময় এই ফুটবল গ্রেট ঢাকায় আসবেন। তেমনটি হলে প্রথমবারের মতো ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

ঢাকায় এসে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা আছে। এছাড়া ফুটবলের বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবেন। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ তার আসার খবরটি নিশ্চিত করতে পারলেও বিস্তারিত কিছু বলতে পারেননি। তিনি বলেন, ডিয়াগো ম্যারাডোনা ঢাকায় আসবেন, এটা চূড়ান্ত। সময়সূচি চূড়ান্ত করা হবে পরে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। এর আগে ১০ জানুয়ারি থেকে মুজিববর্ষ উদযাপন কার্যক্রম শুরু হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top