সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


আবারো বদলালো বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি


প্রকাশিত:
৫ মার্চ ২০২০ ০৫:৪৩

আপডেট:
২ মে ২০২৪ ০৮:২৮

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: আগের দুই দফায় বাংলাদেশ দল পাকিস্তানে পৌঁছেছে ম্যাচের একদিন আগে। তিন দফা যাওয়া-আসার সফর সূচিতে রাজি হয় বাংলাদেশ। সেখানেও অবশেষে এলো পরিবর্তন। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়াতেই পাকিস্তানের মাটিতে একমাত্র ওয়ানডের সূচি পাল্টানো হয়েছে।

তিন দফায় পাকিস্তান সফর করছে বাংলাদেশ। প্রথম দুই দফা শেষ হয়েছে। বাকি শুধু আরেকটি অংশ। যে অংশে একটি ওয়ানডে আর একটি টেস্ট খেলবে টাইগাররা। ওই সূচিতেই পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তারা।

পরিবর্তিত সফর সূচিতে একমাত্র ওয়ানডে ম্যাচ এগিয়ে আনা হয়েছে। করাচিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩ এপ্রিল, নতুন সূচিতে ১ এপ্রিল মাঠে গড়াবে ওয়ানডেটি। তবে সিরিজের দ্বিতীয় টেস্টটি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৫ এপ্রিলই শুরু হবে করাচিতে।

পিসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধেই এই সূচি পরিবর্তন করা হয়েছে। বিসিবি চাইছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ টেস্ট লড়াইয়ের আগে একটু বেশি সময় নিয়ে প্রস্তুতি নিতে, তাই ওয়ানডে এগিয়ে মাঝে ফাঁকা জায়গা বাড়ানোর অনুরোধ করেছিল তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top