সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


মাশরাফির উত্তরসূরী হলেন তামিম ইকবাল


প্রকাশিত:
৯ মার্চ ২০২০ ০৩:১২

আপডেট:
১৭ মে ২০২৪ ০৮:২৩

ফাইল ছবি

প্রভাত ফেরী:  সব জল্পনাকল্পনা দূর করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হলো বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে। তার অধীনে সামনের দিনগুলোতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে খেলবে বাংলাদেশ দল।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভাশেষে জানানো হয়েছে এ সিদ্ধান্ত। দ্বিতীয় দফায় তামিমের অধিনায়কত্বের শুরুটা হবে পাকিস্তান সফরের একমাত্র ওয়ানডে ম্যাচ দিয়ে।

বোর্ডের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত, তামিমই থাকবেন ওয়ানডে অধিনায়ক। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দীর্ঘ মেয়াদেই দায়িত্ব দেয়া হয়েছে তামিমকে। কোনো নির্দিষ্ট সময়সীমার কথা বলেননি বিসিবি সভাপতি।দীর্ঘদিন ধরে মাশরাফি ওয়ানডে নেতৃত্ব দিলেও বাকি দুই সংস্করণের দায়িত্বে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিষেধাজ্ঞার কারণে দলে নেই সাকিব, আগামী অক্টোবরের আগে তিনি মাঠে ফিরতে পারবেন না। তাই মাশরাফির বিদায়ের পর আপৎকালীন অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করেছে বিসিবি।

বিশ্বকাপের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যায় বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজের আগে চোটে পড়ে ছিটকে যান মাশরাফি। সঙ্গে সহ-অধিনায়ক সাকিব যান ছুটিতে। ফলে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তামিমের ওপর দায়িত্ব বর্তায় দলকে নেতৃত্ব দেওয়ার। তামিমের নেতৃত্বে তিনটি ম্যাচেই বাজে খেলে বাংলাদেশ দল ফেরে ধবলধোলাই হয়ে।

ওয়ানডের অধিনায়ক তামিম ইকবালের নাম ঘোষণা করে নাজমুল হাসান বলেন, ‘লম্বা সময়ের জন্য তাকে অধিনায়ক করা হয়েছে। সময় নির্দিষ্ট করা হয়নি। তাকে দীর্ঘ সময়ের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে।’

বিসিবি সভাপতি জানিয়েছেন চিন্তা-ভাবনা করেই বোর্ড সভায় তামিমকে পূর্ণাঙ্গ অধিনায়ক করা হয়েছে, ‘আমরা ভেবেছিলাম স্বল্প মেয়াদের জন্য করবো এবং চেয়েছিলাম যে আগামী বছর একজনকে পূর্ণাঙ্গ অধিনায়ক করা হবে। কিন্তু আজকের বোর্ড সভায় আমরা চিন্তা করলাম তামিমকেই দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক করা হোক। স্বল্পকালীন করার কোনও চিন্তা-ভাবনা নেই।’ 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top