অস্ট্রেলিয়ায় সাধারণ জনগণ এবং নারীদের জন্য রাজনৈতিক অঙ্গন বিষাক্ত হয়ে উঠছে


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০১৮ ০২:৪০

আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১৭:১১

অস্ট্রেলিয়ায় সাধারণ জনগণ এবং নারীদের জন্য রাজনৈতিক অঙ্গন বিষাক্ত হয়ে উঠছে

দিন যত যাচ্ছে সাধারণ জনগণ এবং দেশের নারীদের জন্য রাজনীতি বিষাক্ত হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার লেবার পার্টির প্রথমসারির নারী নেত্রী এবং পার্লামেন্ট সদস্য ক্লেয়ার ও'নেইল।



প্রসঙ্গত, লিঙ্গবৈষম্যমূলত রাজনৈতিক পরিবেশ এবং নারীদের ওপর হুমকির সংস্কৃতির কড়া সমালোচনা করে তার দলের প্রভাবশালী একজন নারী এমপি জুলিয়া ব্যাঙ্কসের পদত্যাগের ঘোষণা দেন। তার পরই রবিবার ও'নেইল এ ধরনের মন্তব্য করেন।



ও’নেইল বলেন, পার্লামেন্টের ভেতরের রাজনীতিতে আগ্রাসন, বিরোধ, আত্মঅহম এবং অন্যকে নিয়ন্ত্রণের বিষয়গুলো প্রকট হয়ে উঠেছে। এই অবস্থা সামাল দেওয়াটাও বেশ মুশকিল হয়ে পড়ছে বলেও মনে করেন তিনি।   



লৈঙ্গ বৈষম্য নিয়ে নিজের দল লেবার পার্টিসহ রক্ষণশীল লিবারেল পার্টিরও সমালোচনা করেন তিনি। এমপি এমা হুশার বিরুদ্ধে তার দলের নেওয়া পদক্ষেপের বিরোধিতা না করলেও তিনি এ ঘটনায় উভয় পক্ষকেই দায়ী করেছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top