অস্ট্রেলিয়ায় স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে খুন, অভিযোগ গঠন


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৪

আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১৭:০৫

অস্ট্রেলিয়ায় স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে খুন, অভিযোগ গঠন

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের একটি বাড়িতে স্ত্রী ও তিন সন্তানসহ পাঁচজনকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ২৪ বছর বয়সী অ্যান্থনি রবার্ট হার্ভির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ।



গত রবিবার ওই বাড়ি থেকে তিন শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধারের পর গতকাল সোমবারই হার্ভির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পুলিশ বলছে, লোহার রড দিয়ে পিটিয়ে এবং ছুরিকাঘাত করে সবাইকে হত্যা করা হয়েছে।



এ ব্যাপারে অস্ট্রেলিয়ার পুশ্চিমাঞ্চলের পুলিশের একজন কমিশনার জানান, গত ৩ সেপ্টেম্বর বেডফোর্ডের বাসায় হার্ভির স্ত্রী এবং তিন সন্ত্রানকে হত্যা করা হয়। পরদিন আরেক নারী বাসায় গেলে তাকেও হত্যা করা হয়। অভিযুক্ত হার্ভি পুলিশের হেফাজতে রয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top