ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, ক্ষমা চাইলেন
প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৭
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১৭:০৫

সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করার জেরে সমালোচিত হয়ে ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিখ্যাত একটি হিপ-হপ গানের কথার সাথে ওই ভিডিওর কথাগুলোর মিল থাকায় প্রধানমন্ত্রীর সমালোচনা শুরু হয়েছিল।
১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পার্লামেন্টে সরকারদলীয় সাংসদেরা হাত উঁচু করছেন। মরিসন ভিডিওর ক্যাপশনে তার সহকর্মীদের প্রসংশা করেন।
অন্যদিকে মার্কিন সংগীত শিল্পী ফ্যাটম্যান স্কুপের গান 'বি ফেইথফুল' এর অনুকরণে ভিডিওটি প্রকাশ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিস্ময় প্রকাশ করেন। যৌন সুড়সুড়ি দেওয়ার মতো বেশকিছু শব্দ রয়েছে ওই গানে। যদিও মরিসনের পোস্ট করা ওই ভিডিওতে সেসব যৌনতা সংশ্লিষ্ট কথা নেই।
অনেকেই বলছেন, প্রধানমন্ত্রী নির্ল্লজ্য না হলে এ ধরনের গানের অনুকরণে ভিডিও পোস্ট করতেন না। একপর্যায়ে মরিসন ক্ষমা চাইতে বাধ্য হন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: