আটকে দেয়ায় ভেকসিন পেলো না অস্ট্রেলিয়া
 প্রকাশিত: 
 ৭ মার্চ ২০২১ ২০:০৬
 আপডেট:
 ৭ মার্চ ২০২১ ২০:০৭
                                
প্রভাত ফেরী: অস্ট্রেলিয়ার জন্য তৈরি করোনার ভ্যাকসিন আটকে দিল ইটালি। এর ফলে অ্যাস্ট্রাজেনেকার তৈরি দুই লাখ ৫০ হাজার করোনা ভ্যাকসিন পেল না অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার ইটালির সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের কারখানায় তৈরি হওয়া অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অস্ট্রেলিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু সরকার তা রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে। এর কারণ, অ্যাস্ট্রাজেনেকা ইউরোপীয় ইউনিয়নকে যে পরিমাণ টিকা দেওয়ার আশ্বাস দিয়েছিল, তার অর্ধেক টিকা এখনো পর্যন্ত দিতে পেরেছে। শুধু তাই নয়, সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, বছরের দ্বিতীয় কোয়ার্টারে মোট টিকার অর্ধেকের বেশি তারা দিতে পারবে না। এর কারণ, যে পরিমাণ কাঁচা মাল প্রয়োজন ছিল, তা সংগ্রহ করা যায়নি।
করোনাকালেই ইউরোপীয় ইউনিয়নে একটি আইন তৈরি হয়েছে। তাদের জন্য তৈরি টিকার চাহিদা পূরণ না করে কোনো সংস্থা বিদেশে ব্যবসায়িক কারণে টিকা রপ্তানি করতে পারবে না। সেই আইনেই ইটালি অ্যাস্ট্রাজেনেকার টিকা আটকেছে। ইউরোপীয় ইউনিয়নও তা সমর্থন করেছে।
ইইউ-র সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। নামপ্রকাশে অনিচ্ছুক ইইউ-র এক কর্মকর্তা সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অ্যাস্ট্রাজেনেকা তাদের টিকা না দিয়ে বিদেশে বিক্রি করছে, এমন অভিযোগ তাদের কাছে এসেছে। সে কারণে সংস্থাটির উপর নজর রাখা হচ্ছে। ইটালির ঘটনায় সেই অভিযোগ অনেকটাই মান্যতা পেল। রোমের কারখানাটি অবশ্য জানিয়েছে, অস্ট্রেলিয়ার কাছেও তাদের টিকা পাঠানোর কথা ছিল। সেই মোতাবেক ইটালির সরকারের কাছে একাধিকবার অনুমতি চাওয়া হয়। কিন্তু সরকার অনুমতি দেয়নি।
ডাব্লিউএইচও বার বার অভিযোগ করছে, টিকার সমবন্টন হচ্ছে না। সকলে সমান ভাবে টিকা পাচ্ছে না। ইটালির ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করে কি না, সেটাই এখন দেখার।
বিষয়: অস্ট্রেলিয়ায় করোনা টিকা

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: