অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম ২ মুসলিম মন্ত্রী
 প্রকাশিত: 
 ৭ জুন ২০২২ ১৯:১১
 আপডেট:
 ৭ জুন ২০২২ ১৯:১১
                                
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম বারের মতো মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দুজন মুসলিমকে। প্রথম মুসলিম পুরুষ হিসেবে এড হাসিক দেশটির শিল্প ও বিজ্ঞান বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। অপর দিকে প্রথম মুসলিম নারী হিসেবে অ্যান অ্যালি প্রাক শৈশব শিক্ষা এবং যুব বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত বুধবার পবিত্র কুরআন হাতে শপথ গ্রহণ করেন এই দুই মন্ত্রী। গভর্নর-জেনারেল ডেভিড হার্লি তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের সময় উভয়ের হাতেই ছিল পবিত্র কোরআন।
বুধবার এক টুইটবার্তায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ লিখেন, একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের নেতৃত্ব দিতে পেরে আমি সত্যিই গর্বিত, যা অস্ট্রেলিয়ার মতোই বৈচিত্র্যময়। লেবার পার্টির নতুন সদস্যদের সবাইকে স্বাগতম।’
অ্যান্থনি আলবানিজ আরো লিখেন, ‘আমি আমার অভিজ্ঞ, বৈচিত্র্যময় ও উজ্জীবিত দল নিয়ে খুবই গর্বিত। আমরা সবাই অস্ট্রেলিয়াবাসীকে একটি ভালো ভবিষ্যৎ দিতে প্রস্তুত। প্রথমে আমরা ক্রমবর্ধমান ব্যয় রোধে পরিবারগুলোকে সাহায্যের ওপর গুরুত্বারোপ করব।’
অ্যান্থনি আলবানিজ আরো জানান, এবারের মন্ত্রীসভায় নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রে রেকর্ড করেছে। অস্ট্রেলিয়ার মন্ত্রিসভায় এবার সর্বোচ্চ সংখ্যক ১৩ জন নারী মন্ত্রী রয়েছেন।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: