যৌন নির্যাতনের শিকার শিশুদের কাছে ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া
 প্রকাশিত: 
 ৫ অক্টোবর ২০২২ ০৮:১৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৯:২৯
                                
যৌন নির্যাতনের শিকার হওয়া শিশুদের কাছে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একইসঙ্গে সংস্থাটি সোমবার অস্ট্রেলিয়ার খেলাধুলায় এই ‘ভয়াবহ সমস্যা’ মোকাবেলায় আরও পদক্ষেপের কথা জানিয়েছে।
অস্ট্রেলিয়ার খেলাধুলার জাতীয় সংস্থার যৌন নির্যাতনের শিকারদের প্রতিকার প্রকল্পে যোগ দিয়েছে সিএ। ক্রিকেট সংস্থাটির চেয়ারম্যান লাচলান হেন্ডারসন রাজ্য সংস্থাগুলোকেও এতে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
‘শিশু যৌন নিপীড়ন একটি আতঙ্কজনক সমস্যা। যা সমাজ এবং ক্রিকেটসহ অনেক খেলার সঙ্গে জড়িয়ে পড়েছে। যা ঘটেছে তা আমরা পাল্টে ফেলতে পারবো না। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য আমাদের যা করণীয়, তা করতে হবে।’
‘অস্ট্রেলীয় ক্রিকেটে জড়িত থাকার সময় যারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কাছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ক্ষমা চাই।’ বলেছেন হেন্ডারসন।
এবছরের শুরুর দিকে একজন সাবেক জুনিয়র ক্রিকেটার ১৯৮৫ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ সফরে যৌন হেনস্তার অভিযোগে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন।
পৃথক ঘটনায়, ২০০৯ সালে স্কুলছাত্র খেলোয়াড়দের যৌন নিপীড়নের জন্য কারাগারে বন্দী হয়েছিলেন অজিদের সাবেক রাজ্য ক্রিকেটার ইয়ান কিং। ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে কিং কোচের দায়িত্বে ছিলেন।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: