সিডনি সিবিডিতে পুলিশ অভিযানে সশস্ত্র ব্যক্তি গ্রেপ্তার


প্রকাশিত:
১৩ আগস্ট ২০১৯ ২২:১৬

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ১২:২৬

সিডনি সিবিডিতে পুলিশ অভিযানে  সশস্ত্র ব্যক্তি গ্রেপ্তার

আজ  মঙ্গলবার বিকেলে সিডনির সিবিডিতে এক মহিলাকে ছুরিকাঘাতের অভিযোগে   বড় ছুরিসহ সশস্ত্র এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় একজন নারী আহত হয়েছেন এবং তাকে স্থিতিশীল অবস্থায় সেন্ট ভিনসেন্টের হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ এবং এনএসডব্লিউ অ্যাম্বুলেন্সের প্যারামেডিকসরা কিং ও ক্লারেন্সের  কোনায় অবস্হিত হোটেল সিবিডি-র ভিতরে  ছুরিকাঘাতে আহত অবস্থায় ঐ মহিলাকে উদ্ধার করেন। একজন প্রত্যক্ষদর্শী এবিসিকে বলেছিলেন যে তিনি  যখন উইনার্ড পার্কের দিকে হাঁটছিলেন তখন একজন ব্যাক্তি "দীর্ঘ ছুরি নিয়ে" ঐকোণে দৌড়ে এসেছিল। পুলিশ জনসাধারনকে ঐ অঞ্চলটি এড়াতে বলেছে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top