অস্ট্রেলিয়ার লেবার পার্টির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি সাবরিন ফারুকী উস্রী
প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৬
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১৭:২৪

প্রভাত ফেরী ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস লেবার পার্টির পলিসি ফোরামের নির্বাচনে বামপন্থী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি সাবরিন ফারুকী উস্রী। নির্বাচনী কার্যক্রম গত ৯ জুলাই থেকে ৩১ জুলাই (৩ সপ্তাহব্যাপী) পর্যন্ত চলে। সম্প্রতি তার এ জয়ে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
দলের এই নির্বাচনে ভোট প্রদান করা হয় পোস্টাল ব্যালেট ও পেপার ব্যালেটের মাধ্যমে। আর শুধুমাত্র নিউ সাউথ ওয়েলস লেবার পার্টির সদস্যরাই এ ভোট প্রদান করতে পারে। মোট ১৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বামপন্থী দলের ৮ জন ও ডানপন্থী দলের ৮ জন।
সাবরিন ফারুকী উস্রী বলেন, প্রতিটা জয়ই আনন্দের। আর নিউ সাউথ ওয়েলস লেবার পার্টির পলিসি ফোরামের বামপন্থী সদস্য নির্বাচিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত।’ এ দলে যেন আরও গতিশীলতা আনতে পারি সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, উস্রী গত ২৩ মার্চ অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে আইন পরিষদের একটি আসনে লড়েছেন। তিনি ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি সম্পন্ন করেন ২০১০ সালে। উস্রী চাকরিতে কর্মরত রয়েছেন এবং সিডনিতে ১৫ বছর ধরে বসবাস করছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: