গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত হবে ১০ লেনের ফ্লাইওভার


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৩

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১৭:৩২

গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত হবে ১০ লেনের ফ্লাইওভার

প্রভাত ফেরী ডেস্ক: গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ সড়কের টঙ্গী বাজারে হবে ১০ লেনের ফ্লাইওভার।  এর আগে এটি ৮ লেনের হওয়ার কথা ছিল।  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ গাজীপুরে সাংবদিকদের এই তথ্য দেন।  



মূলত গণপরিবহনকে গতিশীল করতে গাজীপুর ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে বাস ট্রান্সপোর্ট বা বিআরটি লাইন প্রকল্প শুরু হয় ২০১২ সালে। এ পর্যন্ত প্রকল্পটির কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ।



মন্ত্রী জানান, গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার বাস ট্রান্সপোর্ট বা বিআরটি নির্মাণ শেষ হবে ২০২১ সালের জুন মাসের মধ্যে।   এর কাজ প্রায় ২৫ থেকে ৩০ শতাংশের অগ্রগতির কথাও জানান তিনি।  



মন্ত্রী বলেন, সেতু কর্তৃপক্ষ ইতিমধ্যে উত্তরা থেকে চেরাগ আলী বাজার পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার উড়াল সড়ক এবং ১০ লেনের টঙ্গী সেতু নির্মাণের কথা চিন্তা করে কাজ শুরু করেছে।   খুব শিঘ্রই এটা নিয়ে একটা বৈঠকের কথাও জানান মন্ত্রী।  



প্রকল্প অনুযায়ী, বিআরটি সড়ক ধরে ঘন্টায় ৪০ হাজার যাত্রী চলাচল করতে পারবে। উভয় দিক থেকে চলবে ১২০টি বিআরটি বাস।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top