সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


সুরের মূর্ছনায় প্রাণবন্ত বাংলাদেশ নাইট ২০১৮


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০১৮ ১০:২৯

আপডেট:
২০ মে ২০২৪ ১৮:৪৮

সুরের মূর্ছনায় প্রাণবন্ত  বাংলাদেশ নাইট ২০১৮

সিডনিতে গত ১৩ই অক্টোবর বাংলাদেশ নাইট- ২০১৮ অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের মাতিয়ে গেলেন‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের জনপ্রিয় শিল্পী মাকসুদ ও  'চিরকুট' । সিডনির ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এর সাইন্স থিয়েটারে 'লিসেন ফর’ এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।



মাকসুদ ও ঢাকা’ ব্যান্ড এর প্রতিষ্ঠাতা জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতশিল্পী মাকসুদুল হক ও চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমির লোকজ গান আর হরেক বিনোদনের মধ্য দিয়ে সুরের মেলায় নাগরিক বাঙালির এক অসাধারণ মিলনমেলা বসেছিল। পাশাপাশি মঞ্চ থেকে দর্শক সারিতে উষ্ণতা ছড়িয়েছেন সুমি।



অনুষ্ঠানে দুই প্রজন্মের সেতু বন্ধনে মাকসুদ ও ঢাকা ব্যান্ডের গানে গলা মেলায় আশি ও নব্বই দশকের শ্রোতারা। আর চিরকুটের সাথে গলা ছেড়ে গান ধরে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা।

লিসেন ফর সংগঠনের আয়োজকরা জানান, অনুষ্ঠানে সংগৃহীত ফান্ড দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রদান করা হবে। অনুষ্ঠানের অর্জিত অর্থ দিয়ে প্রতিবছর ৫ জন দুঃস্থ শিশুকে সাহায্য করার জন্য পদক্ষেপ গ্রহণ করে। উল্লেখ্য যে, গত ২০১৫ থেকে এই সংগঠনটির যাত্রা শুরু হয়।





জনপ্রিয় গান ‘মেলায় যাইরে’-এর স্রষ্টা মাকসুদুল হক। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি। ‘ফিডব্যাক’ এবং ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের মাধ্যমে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে ভক্তমহলে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন।



চিরকুট বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ড। ২০০২ সালে এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালে আরটিভি বেস্ট ব্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছেন।



স্থানীয় সামাজিক, মিডিয়া বাক্তিত্ব, সাংস্কৃতিক কর্মীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে ফয়সাল ফরিদ জয়, আক্তার উদ্দিন টিপু, শুভ, মাহমুদ ইমন ও মৃদুল সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top