সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


জাবি শিক্ষক ড. মোজাম্মেলের মৃত্যুতে সিডনিতে শোকের ছায়া


প্রকাশিত:
২৭ জুলাই ২০২০ ২২:০৮

আপডেট:
২৭ জুলাই ২০২০ ২৩:১৪

জাবি শিক্ষক ড. মোজাম্মেল

আজ ২৭ জুলাই (সোমবার) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক চৌধুরী সিডনির ব্যাথার্স্টে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্কলারশিপ নিয়ে ব্যাথার্স্টের চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে অতি সম্প্রতি পিএইচডি সম্পন্ন করেন। ড. মোজাম্মেল অধ্যয়নরত অবস্থায় দুরারোগ্য ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার সিডনির মাউন্ট ড্রুট মসজিদে তার জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা জানান, গত ৩ বছর আগে ড. মোজাম্মেলের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ার পর পরবর্তীতে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। তিনি গত ৫ বছর আগে পিএইচডি করার উদ্দেশে অস্ট্রেলিয়া আসেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলায়।

ড. মোজাম্মেলের মৃত্যুতে সিডনিতে শোকের ছায়া নেমে আসে। সিডনিতে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ড. মোজাম্মেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top