সিডনির আ্যশফিল্ড পার্কে অমর একুশে বইমেলা ৯ ফেব্রুয়ারী
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২০ ২৩:১৩
আপডেট:
২৫ জানুয়ারী ২০২০ ২১:৩৮
প্রভাত ফেরী : গত বছরের ন্যায় এবারও অস্ট্রেলিয়ার সিডনি আ্যশফিল্ড পার্কে অনুিষ্ঠত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। আগামী ৯ ফেব্রুয়ারী রোববার সিডনির আ্যশফিল্ড পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধের পাশে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত এ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের একুশে বই মেলার প্রধান সহযোগী এবং অন্যতম পৃষ্ঠপোষক হচ্ছে সিডনী থেকে প্রকাশিত বহুল আলোচিত পত্রিকা প্রভাত ফেরী। মেলার আয়োজক প্রতিষ্ঠান হিসেবে থাকছে একুশে একাডেমী অস্ট্রেলিয়া
বাংলাদেশে ফেব্রুয়ারি মাসজুড়ে চলা বইমেলার আদলে দীর্ঘ একুশ বছর ধরে দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন হয়ে আসছে এ্যাসফিল্ড পার্কে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। বইমেলায় দিনের শুরুতে প্রভাতফেরি ও আ্যশফিল্ড পার্কের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সৌধ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হবে। দিনভর মেলায় থাকছে মহান ভাষা আন্দোলনের স্মরণে নানান আয়োজন। মেলার মূল আয়োজনে দেশি-প্রবাসী বিভিন্ন লেখকের বই নিয়ে বসবে নানান বইয়ের স্টল। মেলায় নতুন ও পুরাতন বই নিয়ে স্টল দেবে মেরুদণ্ড, মুক্তমঞ্চ, আনন্দ ধারাসহ অসংখ্য বই বিক্রেতা প্রতিষ্ঠান। মঞ্চে পরিবেশিত হবে ভাষা শহীদ, বাংলা সংস্কৃতির ওপর আলোচনা অনুষ্ঠান, শিশু কিশোরদের পরিবেশনা, গান, কবিতা ও চিত্র প্রদর্শনী। এ ছাড়া বাংলা সাহিত্যের অংশ হিসেবে মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় আয়োজকরা জানান, প্রতিবছরই ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবসের কাছাকাছি সময়ে সিডনিতে এই বইমেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এবার ঐই সময়ে আ্যশফিল্ড পার্কে অনুমতি না পাওয়ায় শহীদ দিবস থেকে প্রায় দুই সপ্তাহ আগে মেলাটি অনুষ্ঠিত করতে হচ্ছে।
দিনের শুরুতে প্রভাতফেরি ও এ্যাসফিল্ড পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হবে। প্রভাত ফেরীটি ভাষা শহীদ সৌধের প্রান্ত থেকে শুরু করে মাঠ প্রদক্ষিণ করে পুনরায় সৌধের কাছে এসে শেষ হবে। দিনভর মেলায় থাকছে মহান ভাষা আন্দোলনের স্মরণে নানান আয়োজন।
মেলা নিয়ে জানতে চাইলে প্রভাত ফেরীর প্রধান সম্পাদক শ্রাবন্তী কাজী আশরাফী বলেন, "অস্ট্রেলিয়ার পাশাপাশি বাংলাদেশের মানুষ ও বাংলা ভাষার জন্য প্রভাত ফেরী জন্ম লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। একুশে একাডেমি (অস্ট্রেলিয়া) একটি অরাজনৈতিক সংঘটন। এই সংঘটনের সাথে জড়িত ব্যক্তিরা নিঃস্বার্থ ভাবে বাংলা ভাষার জন্য কাজ করে যাচ্ছেন। এইবারের বই মেলায় প্রভাত ফেরী প্রধান সহযোগী হতে পেরে আমি এবং প্রভাত ফেরীর পরিবার আনন্দিত। আমি বাংলা ভাষাভাষি সবাইকে তাদের সন্তানদেরকে নিয়ে মেলায় আসার জন্য অনুরোধ করছি।"
বিষয়: সিডনি প্রভাত ফেরী অমর একুশে বইমেলা
আপনার মূল্যবান মতামত দিন: