সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


জমকালো আয়োজনে হালাল থাই রেস্টুরেন্ট 'লেমন গ্রাস'র গ্র্যান্ড ওপেনিং


প্রকাশিত:
৮ নভেম্বর ২০১৮ ০০:০২

আপডেট:
২০ মে ২০২৪ ২২:৩৫

জমকালো আয়োজনে হালাল থাই  রেস্টুরেন্ট  'লেমন গ্রাস'র গ্র্যান্ড ওপেনিং

আনুষ্ঠানিকভাবে সিডনির ব্যাংকস্টাউনে  যাত্রা শুরু করেছে ১০০% হালাল থাই রেস্টুরেন্ট লেমন গ্রাস।গত ২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় এ উপলক্ষে বিশিষ্টজনদের সম্মানে এক জাঁকজমক  অনুষ্ঠান ও ডিনারের আয়োজন করা হয়। এতে  ব্যাংকস্টাউনের স্টেট এমপি তানিয়া মাহলেক, ল্যাকেম্বার স্টেট এমপি জিহাদ দীব, ব্যাংকস্টাউন কাউন্সিলের সাবেক মেয়র লিন্ডা ডাউনি,ক্যান্টারব্যারি ব্যাংকস্টাউন কাউন্সিলের ডেপুটি মেয়র ক্লার রাফিন, কাউন্সিলর স্টিভ তাতেনভিস্কি, কাউন্সিলর বিলাল  হায়েক সহ  বিভিন্ন ব্যক্তিত্বরা অংশ নেন ।



 



অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের সামনে রেস্টুরেন্টে'র উদ্যোক্তা সাদিয়া হক, সাইফুল হাসান চৌধুরী, জারা বারি, সাইফুর রহমান ও সাফরিনা ফরিদকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই সময় আগত অতিথিদের সামনে লেমন গ্রাস রেস্টুরেন্টে'র ভিশন নিয়ে কথা বলেন সাদিয়া হক।



 





উদ্বোধনীর আগে এই প্রতিবেদকের সাথে আলাপচারিতায়  সাফরিনা ফরিদ জানান, বাংলাদেশি সহ যারা হালাল থাই খাবার পছন্দ করেন তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের রয়েছে  ২৫ বছরের অভিজ্ঞ, রান্নায় পুরস্কার প্রাপ্ত হেড শেফ। তার মজাদার  খাবার সাথে রয়েছে স্পেশাল কিছু সস যার অতুলনীয় স্বাদ  রসনাবিলাসীদের তৃপ্তি দেবে।



 



তিনি আরো জানান এখান গায়ে হলুদ, বিবাহ বার্ষিকি, জন্মদিন, কর্পোরেট অনুষ্ঠান, সেমিনার, প্রোডাক্ট লঞ্চিং, পার্টি সহ বিভিন্ন ব্যবসায়িক অনুষ্ঠানের আয়োজন করা যাবে। সিডনির ব্যাংকস্টাউনে ১০ চ্যাপেল রোডে রেস্টুরেন্টটি অবস্হিত।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top