সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ইন্দোনেশিয়া থেকে নৌকা করে আসা শরনার্থীদের নিয়ে মঞ্চ নাটক ২৩ শে ডিসেম্বর


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০১৮ ১০:৩৩

আপডেট:
২০ মে ২০২৪ ২১:৩১

ইন্দোনেশিয়া থেকে নৌকা করে আসা শরনার্থীদের নিয়ে মঞ্চ নাটক   ২৩ শে ডিসেম্বর

সিডনির ব্যাংকস টাউনস্থ ব্রায়ান ব্রাউন থিয়েটারে আগামী ২৩ শে ডিসেম্বর (রবিবার) সন্ধ্যা ৭:৩০ মিনিটে  প্রবাসী জনপ্রিয় নাট্যকার বেলাল ঢালী রচিত রিফিউজি বিভ্রাট নাটকটির মঞ্চায়ন করা হবে।এই উপলক্ষে গত ২৫ নভেম্বর (রবিবার) বিকেল ৫টায় সিডনির বেলমোরস্থ ইয়ুথ রিসোর্স সেন্টারে  এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

 

সাংবাদিক সম্মেলনে বেলাল হোসেন ঢালী তার রচনা ও পরিচালনায় ”রিফিউজি বিভ্রাট” মঞ্চ নাটকের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন।

 

নাট্যকার বেলাল ঢালী জানান, “রিফিউজি বিভ্রাট" মুলত ইন্দোনেশিয়া থেকে ট্রলারে করে অস্ট্রেলিয়ায় আসা প্রবাসীদের সত্য ঘটনা অবলম্বনে রচিতজীবন যুদ্ধের গল্প। নাটকটি সিডনীতে মঞ্চ নাটকেএকটি ইতিহাস তৈরী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।







এই নাটকে অভিনয় করবেন সিডনী প্রবাসী অভিনেতা মোঃ আবদুল কাউয়ুম, ফজলুল হক শফিক, রহমত উল্লাহ, নুরে আলম লিটন, হাবিবুর রহমান হাবিব, কামরুল ইসলাম, আমেনা আক্তার সাগর, মেরিনা জাহান, মোঃ মাসুদুর রহমান প্রমুখ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top