সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আটলান্টিক সিটিতে “বাংলাদেশ মেলা” যেন এক খণ্ড বাংলাদেশ : সুব্রত চৌধুরী


প্রকাশিত:
২৯ জুলাই ২০২১ ১৮:৪৫

আপডেট:
২৯ জুলাই ২০২১ ১৮:৪৬

 

বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা নতুন ভূখণ্ডের মতো আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটির বুকে যেন গত সাতাশ জুলাই, মংগলবার জেগে উঠেছিল একখণ্ড মিনি বাংলাদেশ। প্রবাসী বাংলাদেশিদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির সেন্ড ক্যাসল স্টেডিয়াম এর সন্মুখস্থ সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ মেলা – ২০২১”। মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল কৃতি ছাএ-ছাএী সম্বর্ধনা, দেশীয় দ্রব্য সামগ্রীর বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, রেফেল ড্র,সাংস্কৃতিক অনুষ্ঠান।’বাংলাদেশ মেলা’র মূল আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী কোকিল কন্ঠী বেবী নাজনীন ও প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী শাহ মাহবুব এর মনোজ্ঞ সংগীত পরিবেশনা।

“বাংলাদেশ মেলা”য় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউজারসি রাজ্যের প্রাক্তন সিনেটর ক্রিস ব্রাউন, এসেম্বলীম্যান ভিন্স ম্যাজিও এবং জন আরমাতো,আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক কাউনটির শেরিফ এরিখ শেফলার, কাউন্সিলর আনজুম জিয়া, কাউন্সিলর জেসি কারটজ, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাট কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান সহ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহনকারী মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ও পদস্থ কর্মকর্তারা। 

বিকেল থেকেই প্রবাসী বাংলাদেশিরা মেলায় সমবেত হতে থাকে।বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা শিশু- কিশোরদের অংশগ্রহন ছিল উল্লেখযোগ্য, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রংয়ের পোশাক পরে তারা মেলায় যোগ দেয়।তাদের উৎসাহ, উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সারাক্ষণ নেচে-গেয়ে তারা মেলা প্রান্তরকে মুখরিত করে রাখে।সময়ের সাথে পাল্লা দিয়ে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এক সময় মেলা প্রাঙ্গণ জনারণ্যে পরিনত হয়।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে বিকেল সাড়ে ছয়টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে ‘বাংলাদেশ মেলা’র শুভ উদ্বোধন করেন মো: ফজলুল কাদের। এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা,বালাদেশ মেলার আহবায়ক গিয়াসউদদীন পাঠান, সদস্য সচিব মোঃ আইয়ুব সহ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মেলায় আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মামুন মোস্তফা সহ বিগত সময়ে কোভিডে যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ মেলায় বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন আবদুর রফিক,জহিরুল ইসলাম বাবুল, মোঃ জাকিরুল ইসলাম খোকা, গিয়াসউদদীন পাঠান, মো: আইয়ুব ,তাহের ভূঁইয়া, মো: দিদার, কুতুবউদদীন এমরান, মনিরুজজামান, আবদুর রহিম, কাজী লিটন,মো: বেলাল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ও খাবারের স্টলগুলোতে বিকিকিনি ছিল লক্ষ্যণীয়।বাংলাদেশ মেলার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক এ বুলবুল হাসান।মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পীরা। তারা বিভিন্ন ধরনের জনপ্রিয় গান পরিবেশন করে শ্রোতাদের বিমোহিত করে রাখে। বাংলাদেশ মেলায় উপস্থিত হাজার হাজার শ্রোতা শিল্পীদের গানের সাথে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন।

বাংলাদেশ মেলার ব্যতিক্রমী আয়োজন ছিল ‘এলইডি রোবট’ এর মনোজ্ঞ পরিবেশনা। মেলার দর্শকেরা তাদের সাথে নেচে গেয়ে আনন্দ উপভোগ করে।

বাংলাদেশ মেলার গনমাধ্যম সহযোগী ছিল এনটিভি।রেফেল ড্রর মাধ্যমে বাংলাদেশ মেলার সমাপ্তি ঘটে। 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top