সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


সিডনিতে বাফা আয়োজিত গ্র্যান্ড সিডনি ঈদ বাজার ২৫ জুন: নাইম আবদুল্লাহ


প্রকাশিত:
২২ জুন ২০২২ ০৫:২৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৮:৩৬

 

ঈদ প্রতিবছর আমাদের মুসলিম পরিবারের জন্য বয়ে নিয়ে আসে খুশির বার্তা। পবিত্র ঈদকে রঙিন করে তুলতে প্রতিবছর বাংলাদেশ- অস্ট্রেলিয়া ফ্যাশন অ্যাসোসিয়েশন (বাফা) সিডনিতে ঈদ বাজারের আয়োজন করে। যেখানে শুধু বাংলাদেশি পণ্য সামগ্রীই নয় বিভিন্ন কমিউনিটি অংশগ্রহণ করে তাদের পণ্য সামগ্রী প্রদর্শনের জন্য।

আগামী ২৫ জুন (শনিবার) বাফা আয়োজন করেছে 'গ্র্যান্ড সিডনি ঈদ বাজার' ব্যাংকসটাউন পেসওয়ে ফাংশন সেন্টারের দ্য গ্র্যান্ড ভদিভীল রিসিপশনে। ঈদবাজারটি ঐদিন সকাল ১১ টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে।

প্রতিবারের মত এবারেও বাফা অনেক জাঁকজমকপূর্ণভাবে এই ঈদ বাজারটি আয়োজন করছে যেখানে থাকছে সকল বয়সী লোকজনের জন্য সব নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন শাড়ি, সালোয়ার-কামিজ, গহনা, ব্যাগ, জুতা, বাচ্চাদের ডিজাইন ড্রেস, দেশীয় হস্তশিল্প, ঘর সাজানোর সামগ্রী, বেড কভার ও পর্দা, মেয়েদের জন্য মেহেদি/ হেনা, সৌন্দর্য চর্চায় বিউটি প্রোডাক্ট এবং মুখরোচক সব খাবারের দোকান।

বাফার সভাপতি তাম্মি পারভেজ জানান, আমরা এবার যে ভেন্যুটিতে ঈদ বাজারের আয়োজন করেছি তা পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত হল পাশাপাশি এখানে ৩০০০ পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। গ্রাহকরা যাতে এক জায়গায় এসে পরিবারের ছোট থেকে বড় সকলের জন্য কেনাকাটা করতে পারে সেইজন্য আমরা সব ধরনের স্টলের ব্যবস্থা রেখেছি। ঈদ উল আযহাকে কেন্দ্র করে গ্র্যান্ড সিডনি ঈদ বাজার আমাদের কমিউনিটির জন্য ঈদের আনন্দ বয়ে নিয়ে আসবে এটাই আমাদের কাম্য।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top