সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


রেমিয়েন্স অস্ট্রেলিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২২ (ক্রিকেট পর্ব) মহাযজ্ঞের শেষ


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২২ ০১:৪৯

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১১:৩২

 

রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস ফেস্টিভালের সর্বশেষ ইভেন্ট ছিল 'ক্রিকেট'। গত ১৭ সেপ্টেম্বর Gannons Park এ Remians Green ও Remians Red এর মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল প্রীতি ক্রিকেট ম্যাচ। দিনভর এই আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো ৬ সপ্তাহের অধিক সময়কালীন খেলাধুলার স্মরণীয় এই আয়োজন। রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস কমিটির সকল সদস্য ও সহযোগী সকলকে ধন্যবাদ দিতে চাই হৃদয়ের অন্তঃস্থল থেকে। নাম লিখতে গেলে অনেকগুলি তাই বলছি সকলের কথাই। কেউ বাদ পড়েনি সাহায্যের উদার হাতটুকু প্রসারিত করতে।

আপনারা করে দেখাতে পারলেন এই দূর প্রবাসেও কি করে খুব কম খরচে এবং সফলভাবে নিজেদের কাছাকাছি আসা যায়, দৈনন্দিন দুঃশ্চিন্তার বলয় থেকে বেরিয়ে নির্ভার সময় কাটানো যায়, পরিবারের খুদে সদস্যদের আড়মোড়া ভাঙিয়ে নির্মল আনন্দের কাছে নিয়ে যাওয়া যায়, সহোযোগিতার পাশাপাশি নতুন কর্মউদ্যোমী হয়ে সুখের বাতাবরণ তৈরী করা যায়, প্রতিযোগিতার নামে নিজেদের পুনঃনির্মাণের প্রতিশ্রুত করা যায়, সৌহার্দ্য আর ভাতৃত্বের বন্ধনকে আরো মজবুত করা যায়। মেলা অর্জন নিঃসন্দেহে। এই কৃতিত্ব কারো একার নয়। আপনাদের সকলের। আমরা আপ্লুত, আশাবাদী আর কৃতজ্ঞ।

মহাযজ্ঞের ষষ্ঠ ইভেন্ট ছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ খেলা 'ফুটবল'। ১০ সেপ্টেম্বর Roberts Park Greenacre এ অনুষ্ঠিত Remians Red বনাম Remians Green এর মধ্যকার সেই খেলায় Remians Red জয়লাভ করে মাজহারুল ইসলাম মুনের দেওয়া একমাত্র গোলে। স্নায়ুবিক লড়াই খেলার সৌন্দর্য্য কিছুটা কমিয়ে দিলেও আয়োজনে কোন ঘাটতি ছিল না। অপেক্ষাকৃত তরুণ দলটি ভালো খেলেও জিততে না পারায় এক অদৃশ্য শপথ নিয়েছিল ক্রিকেট ম্যাচকে ঘিরে। ইতিহাস আবার প্রমাণ করলো মানুষ দুঃসময়ে সবচেয়ে বেশি চৌকষ হিসাবে তৈরী হয় এবং একে অপরের কাছে চলে আসে। পালের গোদা হিসাবে একটা স্ফুলিঙ্গ আশা করেছিলাম বটে। যেভাবেই হোক তা হয়েছে, আমি আশাবাদী। সেই আশার প্রদীপের সলতে এখন দেদীপ্যমান। Remians Green খুব কম সময়ের মধ্যে তৈরী হয়ে দেখিয়ে দিলো কি করে বিজয় ছিনিয়ে আনতে হয়, নিজেদের তৈরী করতে হয় প্রয়োজন অনুসারে, সময়ের প্রয়োজনে। এটা রেমিয়ানস স্পিরিট! দারুন উপভোগ্য ক্রিকেট ম্যাচে Remians Red সংগ্রহ করে ২০ ওভারে ১২৩ রান।

জবাবে Remians Green ১ ওভার ২ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ের কেতন হাতে তরুণ তুর্কিদের উচ্ছাসে ভেসে যায় Gannons Park এর Sports কমপ্লেক্স। Green দলের অধিনায়ক ম্যান অফ দ্য ম্যাচ নাফিজ রহমান তীরে তরী ভিড়িয়েই ছাড়লো শেষ পর্যন্ত।

আনন্দের বন্যা বয়ে গেল রেমিয়ান পরিবারে। Remians Green এর পাশাপাশি Remians Red ও দারুন খুশি খেলার ফলাফলে। বিশেষ কৃতজ্ঞতা জানাই আম্পায়ার প্রিন্স, মানসুরুল, ফারহানকে। আর স্কোরিংয়ে সাহায্য করেন আজগর, জুবায়ের ও নিক্সন। আপনাদেরকেও ধন্যবাদ।
দীর্ঘ সময়ব্যাপী যেই দলটি নিজেদের উজাড় করে রেমিয়ানদের আনন্দের যোগান দিয়ে গেছেন তাঁরা হলেন Remian Better halves. আমি বলবো সব সুন্দরের সূতিকাগার হলেন তাঁরা।

বাহারি সব খাবার সরবরাহ ও স্বামী-সন্তানদের প্রস্তুত করার পাশাপাশি নিজেরাও বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে আমাদের আশাবাদের চাঁদের আলোকে ভরা পূর্ণিমার জোয়ারে ভাসিয়েছে। অনেক half hearted মানুষকে জড়ো করেছে বৃহত্তর সমাগমের উদ্দেশ্যে।

রেমিয়ানস অস্ট্রেলিয়া কৃতজ্ঞ তাঁদের এহেন সহযোগিতায়। প্রবল আন্দোলনকে উপেক্ষা করে এবার আমরা লুডুকে অন্তর্ভুক্ত করতে পারিনি। কথা দিলাম আগামীতে হবেই হবে। মিক্সড ডাবলস আমার প্রস্তাব। আপনারা ভেবে দেখবেন।

একবারে গোধুলি লগ্নে সবার ঘরে ফেরার আগে রেমিয়ানস অস্ট্রেলিয়া পরিবারের প্রেসিডেন্ট ডাঃ হালিম চৌধুরী এই মহাযজ্ঞের পর্দা নামিয়ে দেন এ বছরের মতন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক ও অংশগ্রহণকারীদের।

আগামীতে আবারও এমনতর কিছু হবে এটা হলফ করেই বলা সম্ভব তবে আঙ্গিক ভিন্ন হতে পারে। শেক্সপিয়ার ইদানিং আমার অনেক রেফারেন্স হিসাবে ব্যবহৃত হচ্ছে। এবেলাও তিনি রেহায় পেলেন না! রেমিয়ানস অস্ট্রেলিয়া প্রমাণ করলো যদি লক্ষ্য থাকে অটুট তবে সফলকাম হওয়া সময়ের ব্যাপার। আর যেই সমীরণে আজ রেমিয়ান আঙিনা মৌতাত ছড়াচ্ছে সেখানে শেক্সপিয়ারের নাটক "শেষ ভালো যার, সব ভালো তার" আজ মঞ্চায়িত।
ধন্যবাদ সবাইকে।
আয়োজকদের পক্ষে
সালেহ আহমেদ জামী।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top