সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়াতে নেক মানি ট্রান্সফারের শুভ উদ্বোধন


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৩ ২৩:৩১

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৮:২৫

 

নেক মানি ট্রান্সফার বিশ্বব্যাপী প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদ , বৈধ ও দ্রুততার সাথে তাদের প্রিয়জনের কাছে পাঠানোর অন্যতম এক নাম । বাংলাদেশী মালিকানাধীন কোম্পানি নেক বর্তমানে আমেরিকা, ইউরোপ, যুক্তরাজ্য, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া মহাদেশ সহ সকল দেশে তাদের সেবা নিষ্ঠার সাথে প্রদান করে যাচ্ছে ।
এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধভাবে প্রিয়জনের কাছে পাঠানোর জন্য নেক মানি তাদের সেবা অস্ট্রেলিয়ার মাটিতে নিয়ে এসেছে ।
নেক মানি আপনাকে প্রদান করে বৈধভাবে টাকা পাঠানোর পূর্ণ নিশ্চয়তা যার ফলস্বরূপ বাংলাদেশ ব্যাংক পরপর ৭ বার সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী প্রতিষ্ঠান হিসেবে রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করেছে।
নেক মানিতে রয়েছে এক ঝাঁক দক্ষ কর্মী যারা আপনাকে আপনার টাকা পাঠানো থেকে শুরু করে প্রিয়জনের কাছে পৌঁছানো পর্যন্ত যেকোনো ধরনের সহায়তা করতে সর্বদা প্রস্তুত।
বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আপনাদের সুবিধার কথা চিন্তা করে নেক মানি আপনাদের জন্য নিয়ে এসেছে সর্বাধুনিক প্রযুক্তিত সম্পন্ন মোবাইল অ্যাপ যার মাধ্যমে দ্রুত সময়ে বাংলাদেশের যে কোন ব্যাংকে আপনার কষ্টার্জিত অর্থ পাঠাতে পারবেন । এছাড়াও রয়েছে বিকাশ ,নগদ, রকেটর মাধ্যমে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা তৎক্ষণাৎ টাকা জমা করার সুব্যবস্থা।
নেক মানি এর চেয়ারম্যান জনাব ইকরাম ফরাজী (সিআইপি ) সদা সর্বদা বৈধ পথে টাকা পাঠানো কে সহজতর করতে কাজ করে যাচ্ছেন ।সূর্য উদয়ের দেশ হতে সূর্যাস্তের দেশ পর্যন্ত যেখানে বাঙালিরা আছেন সেখানে নেক মানি এর সেবা পৌঁছে দেওয়া-ই তার মিশন এন্ড ভিশন ।
শুরু থেকেই বাংলাদেশের রেমিটেন্স সেবাকে উন্নত করার জন্য এনসিসি ব্যাংক সব সময় নেক মানির সাথে ছিল এবং বর্তমানেও আছে ।
রেমিট্যান্স সেবায় অবদানের জন্য বাংলাদেশের সেরা 10 ব্যাংকের মধ্যে এনসিসি ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংক থেকে স্বীকৃতি পেয়ে আসছে। সেক্ষেত্রে এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মামদুদুর রশিদ এক নিবেদিত প্রাণ।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ মামদুদুর রশীদ ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, এনসিসি ব্যাংক লিমিটেড । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ সাখাওয়াত হোসেন, কনস্যুল জেনারেল বাংলাদেশ ,সিডনি, জনাব আবু শাহদাত সরকার স্যার, ইসি সদস্য অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (এবিবিসি), শাহে জামান টিটু, সাবেক কাউন্সিলর, লিবারেল পার্টি, প্রফেসর ড. একে.এম মাসুদুল হক, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, প্রফেসর ড. আমানুল্লাহ আমান স্যার, ঢাকা ইউনিভার্সিটি।
নেক মানিট্রান্সফার লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব ইকরাম ফরাজী সিআইপি, তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বৈধভাবে প্রবাস থেকে রেমিটেন্স পাঠানোর অ্যাওয়ারনেস সকলের মাঝে আরো বেশি প্রচার করতে হবে। এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি, অস্ট্রেলিয়ায় বসবাসরত সকল প্রবাসীদের জন্য রেমিটেন্স পাঠানোর সহজ মাধ্যম হবে নেক মানি ট্রান্সফার লিমিটেড, তারি-সাথে সর্বোচ্চ রেট ও জিরো ফি। ইকরাম ফরাজী সিআইপি তিনি আরো বলেন...
বৈধ পথে টাকা পাঠানোর সুবিধা সমূহ:
• বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করলে আয়কর / ট্যাক্স প্রদান করতে হবে না।
• বাংলাদেশ সরকার 2.5% হারে প্রণোদনা প্রদান করছেন ।
• সরকার রেমিট্যান্স যোদ্ধাদের বিভিন্নভাবে সম্মানিত এবং পুরস্কৃত করছেন ।
• বাংলাদেশে সরকারের বিভিন্ন প্রজেক্টে প্রবাসীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করছেন । যেমন: ভূমিক্রয়, ফ্ল্যাট ক্রয় ।
• প্রবাসীরা বিদেশ থেকে তাদের অ্যাকাউন্ট ব্যাংক পরিচালনা করতে পারবেন এবং দেশে বিভিন্ন খাতে ইনভেস্ট করতে পারবেন ট্যাক্স মুক্ত ভাবে।
• আমাদের মাতৃভূমির অর্থনীতির চাকা শক্তিশালী হবে ।
• সর্বোপরি, বিশ্বের এই ক্রাইসিস মুহূর্তে যার যার অবস্থান থেকে আমাদের মাতৃভূমির পক্ষে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি ।
দেশে:
• ডিজিটাল হুন্ডি রোধ করার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ ।
• প্রণোদনা 2.50 থেকে 5.00% এ উন্নীত করা ।
• NRB মালিকানাধীন কোম্পানিদের বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা ।
• দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ।
• বৈধভাবে টাকা পাঠানোর বিষয়ে ব্যাংকিং এবং এক্সচেঞ্জ হাউজ সম্পর্কে ধারণা প্রদান করা।
বিদেশে:
• বৈধ উপায়ে টাকা পাঠানোর বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো যেমন: প্রবাসীদের কর মুক্ত সুবিধা, সরকারি বিশেষ কোটা ব্যবস্থায় প্রবাসীদের সুযোগ, বিভিন্ন বন্ড এর ক্ষেত্রে প্রবাসীদের বিনিয়োগের সুযোগ ইত্যাদি ।
• প্রবাসীদের বিদেশ থেকে দেশে ব্যাংক হিসাব পরিচালনা এবং ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা ।
• রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা প্রদান ।
• ক্ষেত্রবিশেষে উপহার প্রদান করা ।
• Expatriates Digital Center (EDC) কার্যক্রমে নেক মানিকে অন্তর্ভুক্ত করা ( UK & Europe Zone এর জন্য


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top