সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


রেমিয়েন্স স্পোর্টস ফ্যাস্টিভেল ২০২৩ : তৃতীয় প্রহরঃ ব্যাডমিন্টন


প্রকাশিত:
২২ আগস্ট ২০২৩ ২৩:০৪

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৮:৪৮

 

রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস ফেস্টিভ্যালের তৃতীয় দিনের আয়োজন ছিল ব্যাডমিন্টন। ১৭ অগাস্ট বৃহঃস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা অব্দি যা হলো তা প্রত্যাশিতই ছিল। এক কথায় প্রথম আয়োজনের পুনরাবৃত্তি। কেবল প্রতিযোগীর সংখ্যায় গতবারের থেকে এবারের কলেবর বৃদ্ধি পেয়েছে।

মোট ৪৬ জন প্রতিযোগী লড়েছে তিনটি ক্যাটাগরির শিরোপার উদ্দেশ্যে। উত্তেজনাপূর্ণ ও আনন্দদায়ক খেলার পাশাপাশি দর্শক সমাগম ছিল অবিশ্বাস্যরকম আশা জাগানিয়া। এক ঝাঁক তরুণ রেমিয়ানের আনন্দের উপলক্ষ্য হয়ে উঠেছে স্পোর্টস ফেস্টিভ্যালের দ্বিতীয় বছর।

অপেক্ষাকৃত পুরোনো সিডনিবাসীরাও ছুটে এসেছিল ব্যাডমিন্টনের এই দারুন প্রতিযোগিতাকে সফল করতে।

যে অপেক্ষায় দিন গুনছিলাম গত কয়েকদিন তা পূর্ণতা পেয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আনন্দময় রাতের শেষে। ৫০ ঊর্দ্ধ রেমিয়ানরা অংশ নিয়েছে মাস্টার্স কাপে, শিশু কিশোররা খেলেছে সিঙ্গেলস, মেয়েদের দ্বৈত প্রতিযোগিতা আর রেমিয়ান তরুণরা এবং মনের জোরে তরুণরা (৪০ উর্দ্ধ) উপহার দিয়েছে অভূতপূর্ব সন্ধ্যা।

প্রায় ৭০/৭৫ জন মানুষের উপস্থিতিতে ব্যাঙ্কস্টাউনের প্রো-ব্যাডমিন্টন1 কমপ্লেক্সে ছিল সরগরম। পরিশেষে রেমিয়ানস অস্ট্রেলিয়ার ব্যাডমিন্টন পর্বটি পরিণত হলো একটা ঘোর লাগা পর্বের সমার্থক হিসাবে।

খেলার ফলাফল:

রেমিয়ান দ্বৈত চ্যাম্পিয়ন: জি এম রাশেদ - মাহমুদুল হাসান তুষার
রেমিয়ান দ্বৈত রানার্স আপ: শহীদুল্লাহ হাবীব - নাফিজ রহমান

প্রমীলা দ্বৈত চ্যাম্পিয়ন: ইফফাত জাহান - সালিহা হাসান সেতুলি
প্রমীলা দ্বৈত রানার্স আপ: আফরীন মুশতারী চৈতি - মুনমুন নাহার নীলা

কিশোর চ্যাম্পিয়ন: শেখ রেদওয়ানুল আরকাম কিশোর রানার্স আপ: ইয়াসা আউয়াল


ছবিঃ প্রতিযোগীদের একাংশ


ছবিঃ প্রতিযোগীদের একাংশ


এই মহারণ সুসম্পন্ন হওয়ার পিছনে একদল মানুষ বেশ কয়েকদিন ধরেই পরিশ্রম করে যাচ্ছিল।

 


ব্যাডমিন্টন খেলা আয়োজনের মূল ডিরেক্টর আসাদ উল্লাহ অলিনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

 

বর্ষীয়ান রেমিয়ান ডঃ মোহাম্মদ হোসাইন খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রেসিডেন্ট ডাঃ হালিম চৌধুরী, কাজী সারোয়ার, ডাঃ একরাম চৌধুরীসহ প্রায় ৫৫ জন রেমিয়ান শুরু থেকে শেষ অব্দি উপভোগ করেন ৬০টি গেম।

নাঈম, রাইয়ানসহ আরো অনেকেই দানবীয় সহযোগিতা করেছেন। প্রতিটি ম্যাচের রেফারি, লাইন্সম্যানরা ছিলেন প্রত্যয়ী। একাধিক ফটোগ্রাফার রাঙিয়ে দিয়েছে আমাদের সন্ধ্যাটি। আবারও আমরা জানলাম রেমিয়ানরাই অতুলনীয় এবং সেরা নানান কারণে। রাতে বাসায় ফিরতে ফিরতে উপলদ্ধি করলাম প্রবাসে জীবন খুব মন্দ নয় যদি রেমিয়ানস অস্ট্রেলিয়া পাশে থাকে। এই বিজয়মাল্য রেমিয়ানস অস্ট্রেলিয়ার পুরো ব্যাডমিন্টন ইউনিটের।

RASF 2023 কমিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শেখ শুভ ও আবু বক্কর সিদ্দিক

ছবি কৃতজ্ঞতাঃ কেয়া ভাবী, রাঈয়ান, শুভ, ইমতিয়াজ।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top