সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


RASF 2023 : উৎসবের পঞ্চম প্রহর 


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৩ ২৩:৪৩

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৩ ০০:২৯

রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস ফেস্টিভ্যালের পঞ্চম দিনের আয়োজন ছিল ক্যারম। সিডনির সাউথ ওয়েস্ট এ অবস্থিত মিন্টোর বিডি হাব ছিল এই প্রতিযোগিতার প্রাঙ্গণ। গত ২৭ অগাস্ট রবিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা অব্দি যা হলো তা একরকম অপ্রত্যাশিতই ছিল। আসলে কি হয়নি? আনন্দ, উল্লাস, উত্তেজনা, ফাইনালে উঠার জটিল অংক আর ভরপেট খাওয়া-দাওয়া। রেমিয়ান পরিবারের সদস্যদের কলরবে মুখরিত ছিল প্রাঙ্গনটি। ক্যারম প্রতিযোগিতা এতো রঙিন হওয়ার কারণ রেমিয়ান অর্ধাঙ্গিনীদের চমৎকার অংশগ্রহণ। বাহারি সব খাবার-দাবারের আয়োজনটি তাঁদের হাত ধরেই হয়েছে জন্য পুরো পরিবার উদোরপূর্তি করে ঘরে ফিরেছে। স্মরণীয় এই কৃত্বিতের সিংহভাগ দাবিদার এখন রেমিয়ান অর্ধাঙ্গিনীরা।

 

আগের সব আয়োজনকে পিছে ফেলে রেমিয়ানরা উদযাপন করলো ক্যারম খেলার উৎসব। প্রতিযোগীর সংখ্যায় গতবারের থেকে এবারের আসরের কলেবর বৃদ্ধি পেয়েছে। মোট ৩৬ জন প্রতিযোগী লড়েছে দুটি ক্যাটাগরির শিরোপার উদ্দেশ্যে। খেলা হয়েছিল রেমিয়ান দ্বৈত ও রেমিয়ান বেটার হাফস দ্বৈতের মধ্যে। উত্তেজনাপূর্ণ ও আনন্দদায়ক খেলার পাশাপাশি দর্শক সমাগম ছিল অবিশ্বাস্যরকম। প্রায় ৮৫ জনের বিশাল রেমিয়ান পরিবার সারাদিন হৈ চৈ করে ক্যারাম খেলায় অংশ নিয়ে ফেস্টিভ্যালের রূপকে ভিন্ন মাত্রা এনে দিয়েছে।

 

সাপ্তাহিক ছুটির দিন হেতু অপেক্ষাকৃত পুরোনো সিডনিবাসীরাও ছুটে এসেছিল ক্যারামের এই দারুন প্রতিযোগিতাকে সফল করতে। যে অপেক্ষায় দিন গুনছিলাম তা পূর্ণতা পেয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আনন্দময় সন্ধ্যার শেষে। শেষ বিকালে প্রমীলা শাখার খেলা শেষ হয়ে গেলেও রেমিয়ানদের ফাইনালের জন্য দ্বিতীয় দলটির অপেক্ষায় কো-অর্ডিনেটর নূর-ই-জান্নাত নাঈমকে বেশ পরিশ্রম করতে হয়।

খেলার ফলাফল :

রেমিয়ান দ্বৈত চ্যাম্পিয়ন : সৈয়দ ইশতিয়াক আহমেদ - সালাহউদ্দিন শাহরিয়ার
রেমিয়ান দ্বৈত রানার্স আপ : শহীদুল্লাহ হাবীব - জাহিদুর রহমান সুবিন

প্রমীলা দ্বৈত চ্যাম্পিয়ন : ইফফাত জাহান - ফারজানা ফেরদৌসী নিপা
প্রমীলা দ্বৈত রানার্স আপ : জুকরাফ জুন্না - স্নেহেন আরা ইতি

 

 

এই আয়োজন সুসম্পন্ন হওয়ার পিছনে একদল মানুষ বেশ কয়েকদিন ধরেই পরিশ্রম করে যাচ্ছিল। ক্যারম খেলা আয়োজনের মূল ডিরেক্টর নূর-ই-জান্নাত নাঈমের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। বর্ষীয়ান রেমিয়ান ডঃ খাইরুল চৌধুরী খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি এই উৎসবের অংশ হতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন। আরজু ভাই, রাসেল ভাই, নিক্সন, নাফিজ, অলিন, মুনীর, শোয়েব, জাহিন রেজা, অভি, ইফতি এবং রাইয়ানসহ সকলেই অক্লান্ত পরিশ্রম করেছে অনুষ্ঠানটিকে সফল করতে। শুরুতেই এই অনিন্দ্য সুন্দর আয়োজনের জন্য প্রযোজকদের (রেমিয়ান ভাবী ও ভলান্টিয়ারদের) ধন্যবাদ জানান রেমিয়ান সাধারণ সম্পাদক সালেহ আহমেদ জামী।

অভিনন্দন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে এবং বিজয়ীদের।

RASF 2023 কমিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শেখ শুভ ও আবু বক্কর সিদ্দিক

ছবি ও ভিডিও কৃতজ্ঞতাঃ রাসেল ভাই, রুমানা, রাঈয়ান, শুভ, নাঈম। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top