সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


সিডনির ক্যাম্বেলটাউন সিটির নব নির্বাচিত ডেপুটি মেয়র হলেন মুহাম্মদ ইব্রাহিম খলিল (মাসুদ)


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৯

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ০৪:৫১

 ছবিঃ ক্যাম্বেলটাউন সিটির ডেপুটি মেয়র মুহাম্মদ ইব্রাহীম খলিল (মাসুদ)

 

গত ৫ সেপ্টেম্বরে ক্যাম্পবেলটাউন কাউন্সিলে অনুষ্ঠিত এক নির্বাচনে কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ এক বছরের জন্য ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। ইব্রাহিম খলিল মাসুদ প্রথম বাংলা‌দে‌শি যি‌নি ক্যাম্বেলটাউন সিটি কাউ‌ন্সি‌লের ডেপুটি মেয়র নির্বা‌চিত হ‌লেন। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বি ছিলেন লেবার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলর ক্যারেন হান্ট। ইব্রাহিম খলিল ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশী কমিউনিটির মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। ডেপুটি মেয়র ইব্রাহীম মাসুদ বলেন, “আমি যেনো ভালোভাবে সেই দায়িত্ব পালন করতে পারি তার জন্য সকলের দোয়া চাই। দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকেই আমার প্রচেষ্টা থাকবে ক্যাম্বেলটাউন সিটিতে বসবাসকারী সব মানুষের দাবী, আশা -আকাঙ্ক্ষা লোকাল সরকারের উচ্চ পর্যায়ের জায়গা মতো পৌঁছে দেওয়া।” তিনি সেই সাথে আগামী ২০২৪ সালে কাউন্সিলের পরবর্তী নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। ইব্রাহিম খলিল মাসুদ বাংলাদেশের নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তিনি ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করার পর উচ্চ শিক্ষার জন্য ২০০০ সালে অস্ট্রেলিয়ায় আসেন এবং সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে পোস্টগ্রাজুয়েশন সম্পন্ন করেন। তাঁর স্ত্রী একজন স্বনামধন্য চিকিৎসক (জেনারেল ফিজিশিয়ান)। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিভিন্ন কাউন্সিলে এ মুহূর্তে বেশ কয়েকজন বাংলাদেশী বংশোদ্ভুত কাউন্সিলর রয়েছেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top