সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


RASF 2023 : উৎসবের সপ্তম প্রহর : Cricket


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০২

আপডেট:
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৩

 

রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস ফেস্টিভ্যালের সপ্তম দিনের আয়োজন ছিল ক্রিকেট। স্পোর্টস ফেস্টিভালের অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক লোকসমাগমের ইভেন্ট ছিল 'ক্রিকেট'। গত ২৩ সেপ্টেম্বর Quarry Reserve Hurstville মাঠে রেমিয়ানদের মধ্যে নির্ধারিত দুটি ও অনির্ধারিত একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। দিনভর এই আয়োজনের মধ্য দিয়ে জানা গেল স্পোর্টস ফেস্টিভ্যালে কি কি অর্জিত হয়েছে। মমতা, ভালোবাসা, সৌহার্দ্য, বিশ্বাস আর পারস্পরিক নির্ভরতার মিলনে সার্থক হলো এই আয়োজন।

সকালেই রেমিয়ানস অস্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্ট সোলায়মান আশরাফী দেওয়ান ক্রিকেট ইভেন্ট উদ্বোধন ঘোষণা করেন। তাঁর বক্তব্যে অনুরণিত হয় সংগঠনের বিরাট সাফল্য। খেলাধুলার প্রতি রেমিয়ানদের ব্যাপক আগ্রহ প্রবাসী জীবনের অনেক ব্যস্ততা থেকে সকলকে কিছু সময়ের জন্য মুক্তি দেওয়ার এই আয়োজনকে তিনি অভিহিত করেন মানব দেহের ফুসফুসের সাথে। প্রেসিডেন্ট হালিম চৌধুরী কয়েন নিক্ষেপ করে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তিনি ইভেন্ট আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

ক্রিকেট কোর্ডিনেটর নাফিজ রহমানের নিবিড় ব্যবস্থাপনায় দিনব্যাপী এই আয়োজনটি সুসম্পন্ন হয়। মুনীর, নাঈম, ছোটন, ইমতিয়াজ, জাহিন, ফারদিন, প্রিন্স, নিক্সন, রাইয়ান, শোয়েব, নিয়াজসহ RASF নির্বাহী দলের সকল সদস্য এই আয়োজনে তাঁদের সাহায্যের হাত প্রসারিত করলেও বিশেষভাবে উল্লেখ্য Bangladesh Super League এর নাম। ক্রিকেট মাঠ ভাড়া পাওয়া এই মুহূর্তে খুবই কষ্টকর কেননা নিউ সাউথ ওয়েলসে এখন ক্রিকেট মৌসুম। সালমান আনোয়ারের মাধ্যমে এই কাজটি না হলে সপ্তম প্রহর অসম্পন্নই থেকে যেত। ধন্যবাদ Bangladesh Super League

ক্রিকেট খেলার এই দিনটিকে রেমিয়ান পরিবারের একটি উৎসবের আকার দেওয়ার উদ্দেশ্য ছিল শুরু থেকেই। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল রেমিয়ান পরিবারগুলি খাবার সরবরাহ করে। তাঁদের নিজেদের হাতে তৈরি মজাদার খাবার দিনভর উপভোগ করেন সকল রেমিয়ানরা।

জয়-পরাজয় নির্ধারিত হয় দুটি ভিন্ন ইনিংসের সমন্বিত ফলাফলে। সর্বমোট ৩৬ ক্রিকেটার খেলায় অংশ নেয়। তরুণ রেমিয়ান রওনক সর্বোচ্চ রান সংগ্রহকারী ও ম্যান অব দ্য ম্যাচ। সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী নাফিজ রহমান ও রাঈয়ান ফজলে এলাহী। ধারাভাষ্যককার ছিলেন কবি আজগর আজিজ সরকার ও ডঃ মোহাম্মদ হোসাইন। অত্যন্ত প্রাঞ্জল ধারাভাষ্যে উপস্থিত সকলেই খুব উপভোগ করেছেন দিনটি।

Photo Credit: Kaushik Ahmed Shekh Shuvo Ardent Naim Rumana Afroze


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top