সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্ক (SBWN) আয়োজিত সিনিয়র সিটিজেন ফোরাম


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৯

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ২১:৫৮

 

গত ২৩ শে সেপ্টেম্বর, সিডনির গ্লেনহেভেন কমিউনিট সেন্টারে অনুষ্ঠিত হলো সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্ক (SBWN) আয়োজিত সিনিয়র সিটিজেন ফোরাম। বাংলাদেশী কমিউনিটির, প্রবীণ জনগোষ্ঠীর মানসিক, শারীরিক এবং তাদের সার্বিক সন্তুষ্টির বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠানটি সাজিয়ে ছিল আয়োজকরা।অনুষ্ঠানটিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হলেও, আয়োজকরা চেষ্টা করেছে, হালকা মেজাজের ইন্টারঅ্যাকটিভ সেশন দিয়ে তাদের অনুষ্ঠানটি সাজাতে।

অনুষ্ঠানে বয়স্কদের স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিবিধ বিশেষজ্ঞরা। স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো কি, ডিমেনশিয়া, বয়স্কদের পড়ে যাবার ভয়, ক্রনিক ব্যথা এবং শ্রবণশক্তি হ্রাস ইত্যাদি ছিল আলোচনার অন্তর্ভুক্ত। এছাড়া, ভবিষ্যৎ প্ল্যানিং এর জন্য কিছু আইনি কাগজপত্র তৈরি করার প্রয়োজনীয়তা তুলে ধরেন একজন আইনজীবী। এই আলোচনা গুলোর পরে ছিল বেশ কিছু ইন্টারঅ্যাকটিভ বুথ, যেখানে আলোচনা পরবর্তী নিজস্ব প্রশ্নগুলো সরাসরি বিশেষজ্ঞদের করতে পেরেছে উপস্থিত সুধীজন।

এই অনুষ্ঠানটির জন্য, SBWN বেশ কিছু নট ফর প্রফিট সংস্থা এবং এনজিওর সাথে কাজ করেছে। বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস (বি এম এস), এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে SBWN এর পাশে ছিল।‌ বি এম এস এর প্রেসিডেন্ট, ডক্টর আলী রেজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি SBWN এর এই মহতী উদ্যোগের প্রশংসা করে, ভবিষ্যতেও সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানের অন্য গুরুত্বপূর্ণ স্পনসর ছিল হিয়ার ক্লিয়ার অস্ট্রেলিয়া এবং ব্ল্যাকটাউন ডেন্টাল সার্জারি। শ্রবণশক্তি হ্রাস এবং সে বিষয়ে কি কি করনীয় সে বিষয়ে বক্তব্য রাখেন হিয়ার ক্লিয়ার সংস্থাটির মুখপাত্র কাকন রহমান (ক্লিনিশিয়ান,MACAud)। এছাড়াও, সি ডি এন আই এর প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান প্রেসিডেন্ট ডঃ সাবরিন ফারুকী (কাউন্সিলর কামবারলান্ড সিটি কাউন্সিল), এবং কিপ ইন কানেকশন এর মুখপাত্র জান্নাতুল ফেরদৌস, তাদের সংস্থার কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি, তারা সিনিয়র সিটিজেনদের জন্য কি কি কাজ করে থাকে তার বিবরণ তুলে ধরেন।

বেশ কয়েকজন শ্রদ্ধেয় প্রবীণ অনুষ্ঠানে গান, কবিতা, কিছু কৌতুকময় গল্প এবং মধুর স্মৃতি চারণ দিয়ে আসর মাতিয়ে রাখেন। ‌অবসরে সময় কিভাবে কাটবে, সেই ৭০ এর দশকের সিডনি এবং তাদের অভিজ্ঞতার কথা সুধীজনকে আবিষ্ট করে রাখে। সংগঠকরা, দর্শকদের সাথে কিছু ইন্টারঅ্যাক্টিভ খেলার আয়োজন করে, এবং উপস্থিত সুধীরা স্বতঃস্ফূর্তভাবে সেই আয়োজনে যোগদান করে অনুষ্ঠানকে আনন্দমুখর করে তোলে। ‌

অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ছিলেন, সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট, সোনিয়া রশিদ এবং ইসি কমিটি মেম্বার, তানজিন আহমেদ। সোনিয়া রশিদ বলেন, "সিনিয়র সিটিজেন ফোরাম আমার হৃদয়ের খুব কাছের একটি প্রজেক্ট। আমার স্বপ্ন হলো, এই ফোরামের সাহায্যে আমরা, আমাদের প্রবীণদের সাথে সংযোগ স্থাপন করব, চলমান সংলাপের একটি পরিবেশ তৈরি করব, যার মাধ্যমে আমরা জানতে পারবো, কিভাবে আমরা তাদের জীবনকে একটু সহজ করে তুলতে পারি"। এছাড়া SBWN এর ইয়ং ভলেন্টিয়াররা, বয়োজ্যেষ্ঠদের ড্রাইভ করে নিয়ে আসা থেকে শুরু করে অনুষ্ঠানের অন্যান্য বিষয়গুলোতে বিভিন্নভাবে সাহায্য করেছে। SBWN এর প্রেসিডেন্ট ডঃ নাহিদ সায়মা বলেন, " SBWN এর প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটির আয়োজন করেছে, অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের পূর্ববর্তী প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের মধ্যে যদি একটি যোগসূত্র তৈরি করতে পারি তাহলেই আমাদের প্রচেষ্টা সফল হবে।" অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাননীয় এম পি ওয়ারেন কার্বি, (মেম্বার ফর রিভারস্ট্ন)। তিনি সংগঠনের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।

পরবর্তী প্রজন্মের সাথে প্রবীণদের যোগসূত্র তৈরি করা, ‌একা হয়ে যাওয়া প্রবীনদের সাথে যোগাযোগ স্থাপন করা এবং সর্বোপরি, অস্ট্রেলিয়ায় প্রথম দিকের বাংলাদেশী অধিবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের সম্মান জানানো ছিল SBWN এর এই অনুষ্ঠান আয়োজনের অনুপ্রেরণা


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top