সিডনী মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১


চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়াএর এ জি এম অনুষ্ঠিত


প্রকাশিত:
৯ জুলাই ২০২৪ ১৮:২৩

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৬

 

গত ১০ই জুন ২০২৪ মিন্টোর মেজবানি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়াএর এ জি এম যেখানে ক্লাবের সদস্যরা শর্বসম্মতিতে নতুন কমিটি অনুমোদন করে। নব নির্বাচিত কমিটিতে প্রেসিডেন্ট সৈয়দ আকরাম উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট সাইফুল হাসান চৌধুরী, সেক্রেটারি নাজিম ওয়ালিদ, পাবলিক রিলেশনস এন্ড কালচারাল সেক্রেটারি সাদিয়া হক, অপারেশন্স এন্ড ডেলিভারি সেক্রেটারি মোহাম্মেদ জিয়াউর রহমান, ট্রেজারার ড: শেখ সালাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার তানভীর আহমেদ রুমেল, এক্সেকিউটিভে মেম্বার্স:এটিএম মাসুম রানা, আরিফ মঈন, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মেদ সাইদুল হক, মোহাম্মেদ শাহাদাত ইসলাম, সৈয়দ বাকের, তাহমিদ হাসান এবং তৌহিদ মুর্শেদ।

অনুষ্ঠানের শুরুতে বর্তমান প্রেসিডেন্ট ডক্টর শেখ সালাউদ্দিন সকলকে স্বাগত জানান এবং সম্প্রতি এক বিশাল মেজবান সফল ভাবে সম্পন্ন করার জন্য সকলকে অভিনন্দন জানান। ক্লাব সেক্রেটারি সাদিয়া হক ক্লাবের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড তুলেধরেন! ট্রেজারার সৈয়দ আকরাম উল্লাহ বার্ষিক হিসাব এবং মেজবান ২০২৪ এর হিসাব বিবরণী উপস্থাপন করেন এবং ক্লাব এর সফলতার জন্য স্পন্সরস সহ সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট সালাউদ্দিন যখন একেকজন নব নির্বাচিত কমিটি মেম্বারদের নাম ঘোষণা করছিলেন উপস্থিত সকলে মুহমুহ করতালির মাধমে নব নির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান।

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া আমাদের বাংলাদেশি অস্ট্রেলিয়ান কমিউনিটিতে অত্যন্ত পরিচিত একটি অলাভজনক সঙ্ঘঠন যারা সুনামের সাথে অস্ট্রেলিয়াতে এবং বাংলাদেশে বিভিন্ন জনসেবা মূলক কার্যক্রমে জড়িত আছে। এই নতুন কমিটি নির্বাচনের মাধমে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া নেতৃত্বের ধারাবাহিকতার সাথে সাথে সংগঠনের সাংবিধানিক গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

এ জি এম অনুষ্ঠানের এক ব্যাতিক্রমী এবং বিশেষ আকর্ষণ ছিল ইংলবার্ন রোটারী ক্লাবের দুই প্রতিনিধি গেইল টেইলর এবং বেথ গুডউইন যারা ক্যাম্পবেলটাউন এলাকার হোমলেস পিপলদের দূরাবস্থার কথা তুলেধরেন। ক্লাবের সদস্যরা হোমলেস পিপলদের পাশে থেকে তাদের সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং শর্বসম্মতিতে তাৎক্ষণিক ২,০০০ ডলার ডোনেশন অনুমোদন করেন। রোটারী ক্লাবের প্রতিনধিদয় এই অপ্রত্যাশিত ডোনেশনের জন্য ক্লাবের সকলকে ধন্যবাদ জানান এবং রোটারী ক্লাবের কাজকর্ম পরিদর্শন করার আমন্ত্রণ জানান।

ক্লাবের পক্ষে মোহাম্মদ ফয়েজ বর্তমান প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কে তাদের সফল লিডারশীপএর জন্য অভিনন্দন জানান এবং ক্লাবএর সবচাইতে তরুণ সদস্য লাজিম সায়েদ তাদের হাতে সম্মান সূচক ক্রাস্ট তুলে দেন।

অনুষ্ঠান শেষে মেজবানি রেস্টুরেন্ট এর আতিথিওতায় সকলে মধাহ্নভোজ উপভোগ করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top