অধ্যাপক মোজাফফরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
২৭ জুলাই ২০১৮ ১৪:০৮
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:০১

অসুস্থ অধ্যাপক মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম এই নেতা গত সাতদিন ধরে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার এ্যাপোলো হাসপাতালে অধ্যাপক মোজাফফরকে দেখতে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে তিনি কিছু সময় অপেক্ষা করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় মোজাফফর আহমদের মেয়ে আইভী ও ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব প্রধানমন্ত্রীর নেওয়ার কথা জানান ওবায়দুল কাদের। এছাড়াও উক্ত হাসপাতালে মোজাফফর আহমদের চিকিৎসার বিল পরিশোধ করেন তিনি।
উল্লেখ্য, গত ২১ জুলাই থেকে এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন অধ্যাপক মোজাফফর আহমদ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: