খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় ছয়জনকে গুলি করে হত্যা
প্রকাশিত:
১৮ আগস্ট ২০১৮ ১০:৪১
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৮:১০

খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় দুই পক্ষে গোলাগুলিতে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার সকাল নয়টার আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা না গেলেও তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতাকর্মী বলে জানা গেছে।
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, নিহতদের মরদেহ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: