ঢাকা থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আটক
প্রকাশিত:
৭ নভেম্বর ২০১৮ ২২:৩৫
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৬:৫৭

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে পুরান ঢাকার সিএমএম কোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি বলেন, ‘ডা. শাহাদাৎ হোসেন বিকেলে অ্যাডভোকেট ছানা উল্লাহ মিয়ার সঙ্গে আইনি পরামর্শ সেরে আদালত পাড়া থেকে বের হন। এরপর ঢাকার সিএমএম কোর্টের সামনে থেকে তাকে আটক করে ডিবি।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: