অবরুদ্ধ মির্জা ফখরুল : পায়ে হেঁটে গুলশান ছাড়লেন
প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০১৮ ০৬:০২
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ২১:৪৪

একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভে অবরুদ্ধ ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৮ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হওয়ার মির্জা ফখরুলের গাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভকারীরা। দীর্ঘ ৩০ মিনিট চেষ্টা করেও কার্যালয় থেকে বের হতে পারেননি তিনি।
পরে রাত ৩টার দিকে সিএসএফ (চেয়ারপার্সনস সিকিউরিটি ফোর্স) একটি মানববেষ্টনী তৈরি করে মির্জা ফখরুলকে গুলশান-২ নম্বর চত্বরের দিকে নিয়ে যান।
এর আগে সন্ধ্যা থেকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা বিক্ষোভ করে গুলশান কার্যালয়ের সামনে। এসময় তারা কার্যালয়ে ইট পাটকেল ছোড়ে জানালা ভাঙচুর করে। এছাড়া কার্যালয়ের গেট ভেঙে ভেতর প্রবেশের চেষ্টাও করে বিক্ষোভকারীরা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: