আইএসপিআরের নতুন পরিচালক আবদুল্লা ইবনে জায়েদ
প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০১৮ ১১:০৭
আপডেট:
১ জানুয়ারী ২০২৬ ০৬:০০
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল্লা ইবনে জায়েদ।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় আইএসপিআরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তার চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যাস্ত করেছে।
লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবিরের স্থলাভিষিক্ত হবেন আবদুল্লা ইবনে জায়েদ।
আইএসপিআরের বর্তমান পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবিরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ সেন্টার অব দ্য হায়ার স্ট্যাডিজ অ্যান্ড রিসার্চ- এ রিসার্চ সাপোর্ট সেকশনের অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যাস্ত করা হয়েছে।
বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: