বিএনপির সময় দেশ দুর্নীতিতে হ্যাট্রিক করেছিল : ঢাবি ভিসি
প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০১৮ ১২:৩৫
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০০:১৫

অতীতে বিএনপিকে ভোট দিয়ে জনগণ বুঝতে পেরেছে তাদের ভুল হয়েছিল। কারণ, বিএনপির সময় দেশ দুর্নীতিতে হ্যাট্রিক করেছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ‘কেন জনগণ নৌকায় ভোট দেবে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন হলো দৃশ্যমান। সারাবিশ্ব জানে বাংলাদেশ কোন পথে এগিয়ে যাচ্ছে। অতীতে বিএনপিকে ভোট দিয়ে জনগণ বুঝতে পেরেছে, তাদের ভুল হয়েছিল। কারণ, বিএনপির সময় দেশ দুর্নীতিতে হ্যাট্রিক করেছিল। আজ তারা জোট বেঁধেছে জামায়াত-রাজাকার আলবদরদের সঙ্গে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আমরা কখনও ঐকমত্য পোষণ করবো না। নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে আনার ব্যবস্থা করে নৌকা প্রতীকে সিল মারার বিষয়টি তাদের মাথায় ঢোকাতে হবে। কেননা, বিএনপি-জামায়াত গোষ্ঠী ক্ষমতায় এলে দেশে আগুন সন্ত্রাস কায়েম করবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, ‘গত ১০ বছর দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে প্রশাসন চালিয়েছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছেন, দেশের মানুষের দুঃখ-দুর্দশার লাঘব করেছেন, গণতন্ত্রের সুফল বয়ে এনেছেন, দেশে আইনের শাসন কায়েম করেছেন, দেশপ্রেমের স্বাক্ষর রেখেছেন— এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই জনগণ তাকে পুনরায় ক্ষমতায় বসাবে। নৌকা মার্কায় ভোট দেবে।’
তিনি বলেন, ‘রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন সততা। সততা না থাকলে রাজনীতিতে কেউ বেশিদিন টিকে থাকতে পারে না। দেশ প্রেম না থাকলে রাজনীতি বিভিন্নভাবে ষড়যন্ত্রের সঙ্গে জড়াতে পারে। দেশ প্রেম না থাকায় বিএনপির নেতারা ওই ভাবেই জড়িয়েছে। তাই, নির্বাচনে তাদের পরিহার করুন এবং আস্তাকুঁড়ে নিক্ষেপ করুন।’
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক বলেন, ‘দেশের প্রতিটি ক্ষেত্রে আজ উন্নয়নের বন্যা। যেদিকে তাকানো যায় সেদিকেই উন্নয়ন। কী ঘরে, কী বাইরে। এমনকি বিদেশও বাংলাদেশকে অনুসরণ করছে।’
তিনি আরও বলেন, ‘দেশের গরিব, বিধবা এবং তরুণ-যুবকদের দিকে তাকালে কোথাও উন্নয়নের ঘাটতি পাবেন না। এসব বিবেচনা করেই জনগণ নৌকায় ভোট দেবে। আর নৌকায় ভোট দেওয়া মানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন, ঢাকা ওয়াসার ড. হাবিবুর রহমান প্রমুখ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: