মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচন
প্রকাশিত:
১০ জানুয়ারী ২০১৯ ১২:৩৫
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০৩:২৬

ধাপে ধাপে আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ধাপে ধাপে মার্চের প্রথম সপ্তাহ থেকে সারা দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। কয়েকটি ধাপে এই নির্বাচনের ভোট গ্রহণ হবে।’
কতটি ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে—এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘৬, ৭ কিংবা ৮ ধাপে হবে। যদিও এখনো সিদ্ধান্ত হয়নি। আগামী কমিশন সভায় এসব নিয়ে আলোচনা হবে। তার পরে সিদ্ধান্ত হবে।’
প্রবাসীদের ভোটার করার বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করা হবে আগামী এপ্রিল মাসে। এ ক্ষেত্রে প্রথমে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশি থাকেন, তাঁদের ভোটার করা হবে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এ জন্য একটি টিম সিঙ্গাপুরে যাবে। এরপর দুবাইতে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা হবে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: