নতুন সরকারের সঙ্গে কাজ করা নিয়ে জাতিসংঘের বিবৃতি
প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০১৯ ১০:৫০
আপডেট:
১ জানুয়ারী ২০২৬ ১৬:৩২
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে জাতিসংঘ। রোববার (১৩ জানুয়ারি) জাতিসংঘের বাংলাদেশ অফিস তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে নতুন সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ।
বিবৃতিতে জাতিসংঘের বাংলাদেশ অফিস বলছে, নতুন সরকারসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত। বাংলাদেশ সর্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে নিজেদের প্রতিশ্রুতি রাখবে বলেও আশা প্রকাশ করে জাতিসংঘ।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের এসডিজির ১৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ।
বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: