নিজ ক্যাম্পাসেই ছিনতাইকারীর কবলে ঢাবি অধ্যাপক
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০১৯ ০৮:২৪
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০১:১৭

নিজ ক্যাম্পাসেই ছিনতাইকারীর কবলে পড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক।
মঙ্গলবার সন্ধ্যায় কলাভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক হাফিজুর রহমান কার্জন আইন বিভাগের অধ্যাপক।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্লাবে যাচ্ছিলেন অধ্যাপক কার্জন। এ সময় কলাভবনের সামনের সড়কে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। পরে তার কাছে কিছু না পেয়ে সটকে পড়ে তারা।
অধ্যাপক কার্জন বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন আবাসিক এলাকায় আমার বাসা। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে যাচ্ছিলাম। রিকশায় করে টিএসসি হয়ে কলাভবনের সামনের সড়কে আসা মাত্র পেছন থেকে একটি রিকশা এসে আমার রিকশার সামনে থামায়।
এ সময় এক যুবক লাফ দিয়ে ওই রিকশা থেকে নেমে আমার রিকশার পাশে এসে দাঁড়ায়।
পরে ওই যুবক আমার হাঁটুর ওপর হাত রেখে জিজ্ঞেস করে, ‘আপনি সলিমুল্লাহ না? আপনার বাসা আজিমপুরে না?
অধ্যাপক কার্জন বলেন, আমি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পরিচয় দিলে যুবকটি বলে, ‘আমরা খারাপ লোক স্যার, যা আছে দিয়ে দেন।’
এর পর রাস্তার ওপর পাশ থেকে আরও একটি ছেলে এসে তার রিকশার পাশে দাঁড়ায় বলে জানান ঢাবি শিক্ষক। নতুন ছেলেটি বলে, ‘স্যার আপনার কাছে পাঁচ হাজার টাকা আছে, দিয়ে দেন।’
আমি কোনো টাকা নিয়ে বাসা থেকে বের হইনি বলার পর আর কথা না বাড়িয়ে ছিনতাইকারীরা চলে যায় বলে জানান অধ্যাপক কার্জন।
তিনি বলেন, ২৮ বছরের এই বিশ্ববিদ্যালয়ের জীবনে এমন ঘটনার মুখোমুখি হতে হয়নি। কলাভবনের সামনে এমন ঘটনায় আমি হতভম্ব।
অধ্যাপক কার্জন বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছি। থানায়ও লিখিত অভিযোগ দেব।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: