৬০ হাজার ডলারের ঘড়ি উপহার পেলেন তামিম
প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:২৫
আপডেট:
২ জানুয়ারী ২০২৬ ০১:২০
টি-টোয়েন্টিতে এক রাতেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তামিম ইকবাল। ৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনালে ঢাকার বিপক্ষে ৬১ বলে ১৪১ রানের এক দানবীয় ইনিংস। এই ইনিংসটিই তার দল কুমিল্লাকে দ্বিতীয় শিরোপার স্বাদ দেয়। এমন ইনিংসের জন্য ফাইনালের মঞ্চে ম্যাচ সেরা হয়ে পেয়েছিলেন ১০০০ ইউএস ডলার পুরস্কার। এবার তামিম পেলেন ভিন্ন আর একটি পুরস্কার।
শুক্রবার দলের জয়ে সবচেয়ে বড় অবদানটি রেখেছিলেন তামিম ইকবাল। কিন্তুু সেই অর্থে এদিন তেমন কোনো উপহারই পাননি তিনি। তবে এবার ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবাইদুল করিম তামিমকে উপহার দিয়েছেন একটি সুদৃশ্য হাতঘড়ি। সেই সাথে পাঠিয়েছেন একটি বার্তাও।

রোববার নিজের ইনস্টাগ্রামে সেই ঘড়ির ছবি পোস্ট করেন তামিম। প্যাকেট ফিলিপের ওই ঘড়ির ছবি নিচে তামিম লিখেছেন, ‘চিঠির কথাগুলো আমাকে ছুঁয়ে গেছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ধন্যবাদ সালমান ভাই।’
বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: