ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য হুমকি জামায়াত : মার্কিন কংগ্রেস
প্রকাশিত:
৩ মার্চ ২০১৯ ১৪:২২
আপডেট:
২ জানুয়ারী ২০২৬ ০৮:৫৮
ইসলামের নাম ভেঙে তৈরি রাজনৈতিক মতাদর্শ জামায়াতে ইসলামীকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছে মার্কিন কংগ্রেস।
এমন অভিমত দিয়ে দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস একটি প্রস্তাব উত্থাপন করেছেন।
ওই প্রস্তাবে জামায়াতে ইসলামীসহ অন্যান্য চরমপন্থী সংগঠনের সঙ্গে সম্পর্ক ছেদ করতে বিএনপিসহ বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জিম ব্যাংকস প্রস্তাবটি পরবর্তী পদক্ষেপের জন্য কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।
জামায়াতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে প্রস্তাবে বলা হয়, দলটি ধর্মীয় স্বাধীনতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। এই হুমকি মোকাবিলায় দলটির সক্ষমতা উপড়ে ফেলতে বাংলাদেশের প্রতি আহ্বান জানানো হয়েছে।
কংগ্রেসম্যান ব্যাংকস বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রেও জামায়াতে ইসলামীর ভাবধারা পোষণ করে এমন অনেক সংগঠন রয়েছে। যারা তহবিল সংগ্রহের সঙ্গে যুক্ত।
বিষয়:

আপনার মূল্যবান মতামত দিন: