ইয়াবাসহ ইবি কর্মকর্তা আটক
 প্রকাশিত: 
 ৪ মার্চ ২০১৯ ১৫:৪২
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৩:২১
                                ইয়াবাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শাখা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই কর্মকর্তার নাম অলিউর রহমান সেতু। আজ সোমবার কুষ্টিয়ার আলামপুল এলাকার বালিয়াপাড়া নামক স্থানে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, সোমবার সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই তারেকের নেতৃত্বে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে ২০ পিস ইয়াবা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-৭,০৪/০৩/১৯।
আটককৃত অলিউর রহমান সেতু বালিয়াপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংস্থাপন দপ্তরের শাখা কর্মকর্তা। এর আগে তার বিরুদ্ধে এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগে তাকে সাত মাস জেলে রাখা হয়। এ সময় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখস্ত করে প্রশাসন। জেল থেকে ছাড়া পেলে বরখাস্ত আদেশ তুলে নেয় কতৃপক্ষ।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, তার আটকের বিষয়টি আমরা শুনেছি। এর আগেও একটি অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আবারো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: