ছেলেবেলার বন্ধু আলমগীর নুনুকে নিয়ে তথ্যমন্ত্রীর আবেগঘন স্টাটাস


প্রকাশিত:
৯ মার্চ ২০১৯ ০৫:১৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৮:৩০

ছেলেবেলার বন্ধু আলমগীর নুনুকে নিয়ে তথ্যমন্ত্রীর আবেগঘন স্টাটাস

ড. মোহাম্মদ হাসান মাহমুদ। বর্তমান সরকারের তথ্যমন্ত্রী। মন্ত্রী হলেও তিনি তার ছোটবেলার বন্ধুকে ভোলেননি। গ্রামে গেলেই তাই বন্ধুর সঙ্গে দেখা করেন তিনি। যুদ্ধের সময় তার এই বন্ধুদের বাড়িতেই হাসান মাহমুদের পরিবার আশ্রয় নিয়েছিল।িএকবছর আগে অর্থ্যাৎ ২০১৮ সালের ৫মার্চ তার ফেসবুক টাইমলাইনে সেই বন্ধুর ছবি পোস্ট করে হাসান মাহমুদ আবেগঘন স্টাটাস লিখেছিলেন, সেটি আবার গত ৫ মার্চ শেয়ার করেছেন তিনি।



নিচে তার ফেসবুকে দেয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-



‘আমার ছেলেবেলার বন্ধু মো. আলমগীরের (নুনু) সাথে আমাদের গ্রামের বাড়ির আঙিনায়। মুক্তিযুদ্ধের সময় তাদের বাড়িতে আমরা আশ্রিত ছিলাম। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদী তীরে (শিলক খাল) সারা দিন আমরা খেলা করতাম। বালির বাঙ্কার বানাতাম – যুদ্ধ যুদ্ধ খেলতাম। আবার কেউ যদি বলত পাঞ্জাবী আসছে (পাঞ্জাবী সৈন্য) তাহলে সাথে সাথে পালাতাম। প্রতি সপ্তাহে এ রকম ঘটত। নুনু একজন সহজ সরল মানুষ। তার সাথে আমার বন্ধুত্ব কখোনো মলিন হয়নি। আমাদের পুরো পরিবার নুনুর পরিবারের কাছে কৃতজ্ঞ। ফলাহারিয়া গ্রামের প্রতিও কৃতজ্ঞ।



মুক্তিযুদ্ধের পুরো নয় মাস আমরা সেই গ্রামেই ছিলাম। এটি ছিল পাহাড় এবং নদী দ্বারা বিচ্ছিন্ন একটি গ্রাম। আমাকে জনগণ এম,পি নির্বাচিত করার পর নদীর উপর ব্রিজ নির্মিত হয়েছে। রাস্তা পুনর্নিমিত হয়েছে। বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। কয়েক বছর আগে যেদিন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সেদিন যুদ্ধ দিনের গ্রামের সব বন্ধুরা একত্রিত হয়েছিলাম। মাঝে মাঝে ইচ্ছে হয় আবার যদি সব বন্ধুরা মিলে নদীর তীরে খেলতে পারতাম! তাই আমি গ্রামে গেলেই সেই নদী তীরে অন্তত একবার যাই।’



এমন নষ্টালজিক অনুভূতি শেয়ার করায় পোষ্টের নিচে তার ভক্ত-সমর্থকরা প্রশংসা করে মন্তব্য করছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top