সিডনী সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


ভোলায় থমথমে পরিস্থিতি, সভা-সমাবেশ নিষিদ্ধ


প্রকাশিত:
২২ অক্টোবর ২০১৯ ০০:০৪

আপডেট:
১৩ মে ২০২৪ ০৩:১৮

ভোলায় থমথমে পরিস্থিতি, সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রভাত ফেরী ডেস্ক: ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে একটি বিভ্রান্তিকর পোস্টের সূত্র ধরে রোববার পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় জেলায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে।



বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক নিষেধাজ্ঞা জারি করেন। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে মিছিল সমাবেশ করতে দেওয়া হবে। পুরো জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ, ্যাব বিজিবি মোতায়েন করা হয়েছে।



এদিকে সোমবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন মুসলিম ঐক্য পরিষদের নেতাকর্মীরা। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সমাবেশের অনুমতি না পেয়ে বর্তমানে তারা ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।



ভোলায়মুসলিম ঐক্য পরিষদ সমাবেশ হচ্ছে না



ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষে চার ব্যক্তি নিহতের প্রতিবাদেমুসলিম ঐক্য পরিষদেরডাকা সমাবেশ হচ্ছে না। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে এই প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় তারা সমাবেশ করছে না। সংগঠনের অন্যতম নেতা মাওলানা মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে তথ্য জানিয়েছেন।



সংগঠনের নেতারা জানান, প্রতিবাদ সমাবেশ করতে না পারায় তারা সকাল সাড়ে ১০টায় ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচি জানাবেন।



রবিবার বিকালে ভোলা প্রেস ক্লাবের সামনে মুসলিম ঐক্য পরিষদের নেতারা সোমবার (২১ অক্টোবর) প্রতিবাদ সভা ঘোষণার পাশাপাশি ছয় দফা দাবি তুলে ধরেন।



দাবিগুলো হচ্ছেধর্ম অবমাননা করায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি কার্যকর, নিহতদের লাশ বিনা পোস্টমোর্টেমে পরিবারের কাছে হস্তান্তর, আহতদের সরকারি খরচে চিকিৎসা, ভোলার পুলিশ সুপার বোরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার, নিহতদের ক্ষতিপূরণ প্রদান গ্রেফতারদের বিনাশর্তে মুক্তি দেওয়া।



ভোলার ঘটনার প্রতিবাদে মোহাম্মদপুরে সড়ক অবরোধ



রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুসল্লিরা। তারা ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত চারজনের বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন।



সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের টাউন হলের আল্লাহ্ করিম মসজিদ মসজিদ সংলগ্ন সড়কে এই অবরোধ বিক্ষোভ শুরু হয়। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এএসআই বাদল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।



পুলিশ জানায়, বিক্ষোভে তারা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেসের (ইসকন) কার্যক্রম বন্ধের দাবি তুলেছেন। ছাড়ারসুল (.)-এর জন্য উৎসর্গ করা রক্ত বৃথা যেতে দেব নাসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top