সিডনী শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত শিশুদের দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের


প্রকাশিত:
১ নভেম্বর ২০১৯ ০০:৫০

আপডেট:
১০ মে ২০২৪ ১৩:৪০

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত শিশুদের দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের

প্রভাত ফেরী ডেস্ক: ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ৯৯ শিশুকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টে সাজা পেয়ে গাজীপুরের টঙ্গী এবং যশোরের শিশু-কিশোর সংশোধন উন্নয়ন কেন্দ্রে আছে এসকল শিশুরা।



ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত শিশুদের ছয় মাসের জামিন দিয়ে আদালত বলেছেন, এসব শিশুর জামিননামা শিশু আদালতে দাখিল করতে হবে।



বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিচারপতি শেখ হাসান আরিফ বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন।



আজ বৃহস্পতিবার সকালে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদুর হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন।



পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ব্যতীত অন্য যেকোনও আদালত (শিশু আদালত ব্যতীত) যেসব শিশুকে দণ্ড দিয়েছেন, সেই শিশুদের ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আর জামিনপ্রাপ্ত এসব শিশুর জামিননামা সংশ্লিষ্ট জেলা শিশু আদালত বরাবর জমা দিতে বলেছেন হাইকোর্ট।



আদালত বলেছেন, কোনো শিশুকে মোবাইল কোর্ট সাজা দিতে পারে না। শিশুরা অপরাধ করলে তাদের বিচার হবে শিশু আদালতে। এক দিনের জন্যও কোনো শিশুকে বেআইনিভাবে সাজা দিয়ে আটকে রাখার এখতিয়ার নেই।



এর আগে পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতের নজরে এনে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। পরে আব্দুল হালিম বলেন, ‘রাষ্ট্রীয় খরচে এই আদেশের অনুলিপি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে। আদেশ পাওয়ার পর শিশুদের ছেড়ে দিতে হবে। পাশাপাশি আগামী ১৮ নভেম্বর পরবর্তী আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।



বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, এই শিশুদের আটকের পর বিভিন্ন অপরাধের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছিল। এরপর এই শিশুদের গাজীপুর এবং যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top