গাজীপুরে জয়ের পথে আ.লীগের জাহাঙ্গীর
প্রকাশিত:
২৭ জুন ২০১৮ ০২:২১
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৩:৫১

নানা অনিয়ম-অভিযোগে শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ের কাছাকাছি আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। প্রায় ২ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৩টা) ৪২৫টির কেন্দ্রে মধ্যে ৩৪৫টির ফলাফল পাওয়া গেছে। অনানুষ্ঠানিকভাবে এই ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে রয়েছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৩৯৪ ভোট, আর বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৫৫ ভোট।
ইতোমধ্যে নিজেকে বিজয়ী দাবি করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আমি গাজীপুরের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে তার সন্তান ভেবে ভোট দিয়েছেন। আমি গাজীপুরের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আওয়ামী লীগের উন্নয়নে আস্থা রাখুন।’
এর আগে মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টায় দেশের সবচেয়ে বড় এই সিটি করপোরেশেনর ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।জালভোটসহ নানা অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া আরও অনেক কেন্দ্রে গোলযোগ, অনিয়ম, এজেন্টদের বাধা ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার দাবি করেছেন, ‘নির্বাচনের ৪শর অধিক কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে। বিভিন্ন কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির মাধ্যমে একচেটিয়াভাবে ভোট গ্রহণ হয়েছে। বিএনপির এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এমন ভোট ইতোপূর্বে গাজীপুরবাসী দেখেনি।’ আওয়ামী লীগের স্বরূপ উন্মোচন করার জন্যই বিএনপি নির্বাচন বয়কট করেনি বলেও দাবি করেন তিনি।
তবে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। জনগণের যে রায় সেটা আমার মেনে নেয়া উচিত।’ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদও।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: