মালয়েশিয়ায় নারী আইনজীবীকে ‘স্পর্শ করে’ আটক বাংলাদেশি
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪২
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০৪:৫০
মালয়েশিয়ায় ৩৩ বছর বয়সী এক বৃটিশ নারী আইনজীবীকে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশিকে আটক করা হয়েছে।
সম্প্রতি দিবাগত রাতে লেবুহ আচেহ এলাকায় এ ঘটনা ঘটে।
ওই যুবতী দাবি করেছেন, তিনি হাঁটার সময় ওই বাংলাদেশি তাঁকে স্পর্শ করেছে। তখন ওই যুবতী সহায়তা চেয়ে চিৎকার করতে থাকেন। আর ৩৮ বছর বয়সী ওই বাংলাদেশি পালানোর চেষ্টা করে।
এ সময় পথচারীরা তাকে ধরে ফেলে। আটক ওই বাংলাদেশি একজন শ্রমিক। তার কাছে পুলিশ কোনো বৈধ ডকুমেন্ট বা ওয়ার্ক পারমিট পায়নি বলে জানা গেছে।
সেখানকার তিমুর লাউট জেলার পুলিশ কর্মকর্তা এসিপি চি জাইমানি চে আওয়াং বলেছেন, ওই যৌন নির্যাতিত যুবতী একজন বৃটিশ। তিনি পেশায় আইনজীবী।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: