নিউইয়র্কে নিজ বাসায় দুর্বৃত্তের গুলিতে খুন হলেন বাংলাদেশি


প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৭

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৫:০৩

নিউইয়র্কে নিজ বাসায় দুর্বৃত্তের গুলিতে খুন হলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সের হিলসাইড অ্যাভিনিউর নিজ বাসায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন রেজওয়ান কিবরিয়া নামে এক বাংলাদেশি।



স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রেজওয়ান কিবরিয়ার বাসায় গিয়ে কলিং বেল টিপতে থাকে। তিনি দরজা খোলামাত্র দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।



গুলিবিদ্ধ রেজওয়ান কিবরিয়াকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত হত্যার কোনো কারণ জানা যায়নি।



নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে নিউইয়র্কে থাকতেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top