ফিনল্যান্ডের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
৭ জুন ২০১৯ ০৪:০২
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০৪:৫১

বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখ করে ফিনল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে প্রবাসীরা ভূমিকা রাখতে পরে বলেও জানান তিনি।
ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ সময় তিনি বলেন, ‘নানা ধরনের হুমকি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকায় শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন সম্ভব হয়েছে।’
পরে ইউরোপের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তাদের আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে মক্কায় ওআইসি সম্মেলন শেষে গত ৩ জুন ফিনল্যান্ডে যান প্রধানমন্ত্রী। সৌদি যাওয়ার আগে জাপানে একটি সম্মেলনে অংশ নেন । ঢাকা থেকে টোকিওর উদ্দেশে রওনা হয়েছিলেন ২৮ মে।
শেখ হাসিনা ৪ জুন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠক করেন। দুই নেতা জলবায়ু ইস্যুতে একযোগে কাজ করার ঘোষণা দেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: